আমঝাড়ায় বোমাবাজির বলি খুদে, পঞ্চায়েত থেকে ব্লক, সর্বত্র কেন মিলছে বোমা? মমতার পুলিশকে ধিক্কার বিজেপি সভাপতির!

শীতের আমেজেও রক্ত ঝরল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। ব্লকের আমঝাড়া এলাকায় এক মর্মান্তিক বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হল এক শিশু। খেলার সময় পরিত্যক্ত জায়গায় পড়ে থাকা একটি বস্তুকে বল ভেবে তুলে নিতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসকে সরাসরি নিশানা করে তিনি দাবি করেছেন, গোটা পশ্চিমবঙ্গ এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে।

বিস্ফোরণের খবর চাউর হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন, “বাসন্তী হোক বা ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি ইঞ্চি এখন বোমার কারখানায় পরিণত হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে।” তিনি আরও প্রশ্ন তোলেন, পুলিশ কী করছে? কেন বারবার শিশুদের এভাবে প্রাণঘাতী অস্ত্রের বলি হতে হচ্ছে?

তৃণমূলের পাল্টা দাবি, এটি একটি দুর্ঘটনা এবং এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তবে স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য এবং বোমা মজুত রাখার প্রবণতা দিন দিন বাড়ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। সুকান্ত মজুমদারের এই আক্রমণ আগামী দিনে জেলার রাজনৈতিক পারদকে আরও বাড়িয়ে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy