উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে কেন্দ্র সরকারের আবাস প্রকল্পের ঘর দেওয়ার নাম করে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে দলের মহিলা প্রধানের কাটমানির অডিয়ো প্রকাশ্যে আসায় চরম অস্বস্তিতে শাসক শিবির।
অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের নাম সাবিকুন নাহার, তিনি বালতি-নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান।
অডিয়োয় দরকষাকষি এবং ₹১০,০০০ দাবি
ফাঁস হওয়া অডিয়োটিতে (যার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) শোনা যাচ্ছে, পঞ্চায়েত প্রধান সাবিকুন নাহার এক উপভোক্তার সঙ্গে কাটমানির টাকা নিয়ে রীতিমতো দরকষাকষি করছেন।
-
দাবি: আবাসের ঘর পেতে মোট ১০ হাজার টাকা কাটমানি চাওয়া হয়। এই টাকার অর্ধেক অর্থাৎ পাঁচ হাজার টাকা প্রথমে দিতে হবে, এবং দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলে বাকি পাঁচ হাজার টাকা দিতে হবে।
-
প্রধানের বক্তব্য: উপভোক্তা টাকা কমানোর অনুরোধ করলে প্রধান স্পষ্ট জানান, “এটা আমার একার বিষয় নয়। নেতৃত্বের ব্যাপার। সেখানে আমি কী কিছু বলতে পারি?”
-
হুঁশিয়ারি: অডিয়োর অন্য অংশে প্রধানকে বলতে শোনা যায়, যারা আগে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও পরে বেইমানি করেছেন, এবার তিনি তাঁদের কোনও দায়িত্ব নেবেন না এবং আবাসের দ্বিতীয় কিস্তির টাকার জন্যেও কোনও দৌড়াদৌড়ি করবেন না।
তৃণমূল ও বিজেপির প্রতিক্রিয়া
স্বরূপনগর দক্ষিণ ব্লকের তৃণমূল সভাপতি রমেন সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “যদি এরকম হয়ে থাকে তা ঠিক হয়নি। এসব করে অন্যায় করছেন পঞ্চায়েত প্রধান। বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। ওর বিরুদ্ধে দল নিশ্চয় ব্যবস্থা নেবে।”
অন্যদিকে, এই গরম ইস্যু পেয়ে বিজেপি ময়দানে নেমে পড়েছে। স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার অভিযোগ করেন, তৃণমূল নেতারা কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে কাটমানি নিচ্ছেন, যা এখন স্পষ্ট হয়ে গেল। তিনি হুমকি দেন, দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে ২০২৬-এর পর উপভোক্তারা দ্বিগুণ টাকা আদায় করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন।
এদিকে, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সাবিকুন নাহার ঘটনার পর থেকে মুখে কুলুপ এঁটেছেন।