“আকাশ সেজে আলাপ, তারপরই সর্বনাশ!-লভ জিহাদের শিকার তরুণীর ভয়ঙ্কর অভিজ্ঞতা

ফের শিরোনামে ‘লভ জিহাদ’। এবার মধ্যপ্রদেশের ইন্দোরে প্রতারণার জাল বিছিয়ে এক তরুণীকে ধর্মান্তরিত করার চেষ্টা ও যৌন নির্যাতনের অভিযোগ উঠল। আকাশ নাম নিয়ে আলাপ করে দিনের পর দিন ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের পর ধরা পড়ল যুবকের আসল পরিচয়। অভিযুক্তের নাম আসলে সলমন! তিলক নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ইনস্টাগ্রাম থেকেই শুরু প্রেমের নাটক

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বেরেলির বাসিন্দা ওই তরুণী কর্মসূত্রে ইন্দোরের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। কিছুদিন আগে ইনস্টাগ্রামে আকাশ নামে এক যুবকের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে গড়ায় এবং আকাশ সেজে থাকা ওই যুবক তরুণীর বিশ্বাস জিতে নেয়।

সলমন থেকে আকাশ: যেভাবে চলল প্রতারণা

নির্যাতিতার অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে ওই যুবক বারবার তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দিত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয় বলেও দাবি করেছেন তরুণী। তবে গোল বাঁধে যখন তরুণী জানতে পারেন যে আকাশের আসল নাম সলমন। পরিচয় জানাজানি হতেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। অভিযোগ, তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যও চাপ দেওয়া হচ্ছিল।

বজরং দলের তৎপরতা

কোনো উপায় না দেখে নিরুপায় তরুণী স্থানীয় বজরং দল কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। বজরং দলের এক নেতা বলেন, “ওই যুবতীকে পরিকল্পিতভাবে প্রতারণা করা হয়েছে। আমরা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমরা এই ঘটনার কঠোরতম শাস্তি চাই।”

তদন্তে পুলিশ

তিলক নগর থানার ইনচার্জ মনীশ লোধা জানিয়েছেন, তরুণীর বয়ানের ভিত্তিতে সলমনের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও জোরপূর্বক ধর্মান্তকরণের ধারায় মামলা করা হয়েছে। তরুণীর মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy