অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন যে, প্রদেশ কংগ্রেস সভাপতির এক ঘনিষ্ঠ নেতা বিধানসভার ৪০ শতাংশ আসন মুসলিমদের জন্য সংরক্ষিত করার প্রস্তাব দিয়েছেন। হিমন্তের মতে, এটি কংগ্রেসের ‘মুসলিম তোষণ’ রাজনীতির চূড়ান্ত নিদর্শন। তিনি তথ্য তুলে ধরে বলেন, স্বাধীনতার সময় অসমে মুসলিম জনসংখ্যা ছিল ১২-১৫ শতাংশ, যা এখন বেড়ে ৪০ শতাংশে পৌঁছেছে। এর পেছনে অবৈধ অনুপ্রবেশ এবং কংগ্রেসের মদত রয়েছে বলে তাঁর অভিযোগ।
অন্যদিকে, কংগ্রেস সভাপতি ভূপেন বরা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, হিমন্ত নিজে একসময় কংগ্রেসে ছিলেন এবং এখন বিজেপিতে গিয়ে সাম্প্রদায়িক মেরুকরণের জন্য এই ধরণের গল্প ফাঁদছেন। সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনো জায়গা নেই বলেও মনে করিয়ে দিয়েছে কংগ্রেস।