অরুণাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, খাদে পড়ল শ্রমিক বোঝাই ট্রাক, ২২ জনেরই মৃত্যু আশঙ্কা, আসামের ১৯ জন বাসিন্দা।

বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের অঞ্জো জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের বহনকারী একটি ট্রাক চাকলাগাম এলাকার পাহাড় থেকে গভীর খাদে পড়ে যায়। ওই ট্রাকে মোট ২২ জন পরিযায়ী শ্রমিক ছিলেন এবং প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার বিবরণ

জানা গেছে, শ্রমিকরা একটি রাস্তার নির্মাণস্থলে যাওয়ার সময় হাইলং-চাকলাগাম সড়কের মেটেলিয়াংয়ের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকে ২২ জন শ্রমিক ছিলেন। পথচারীরা ট্রাকটি খাদে পড়ে যেতে দেখে নিকটবর্তী থানায় খবর দিলেও, প্রত্যন্ত এলাকা হওয়ায় পুলিশকে ঘটনাস্থলে পৌঁছতে অনেক বেশি সময় লেগে যায়। মিডিয়া রিপোর্ট অনুসারে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে প্রায় ১৮ ঘণ্টা সময় নেয়।

আসামের ১৯ শ্রমিকের মর্মান্তিক পরিণতি

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত শ্রমিকদের মধ্যে ১৯ জন আসামের তিনসুকিয়া জেলার গিলাপুকুরি চা বাগানের বাসিন্দা ছিলেন। তাঁরা প্রত্যেকেই নির্মাণ কাজ করতে অরুণাচলে এসেছিলেন।

ঘটনাস্থলে বর্তমানে উদ্ধার অভিযান চলছে। পুলিশ ও দমকল বাহিনী এখনও পর্যন্ত ১৩ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে। বাকি ৯ জন শ্রমিকের মৃতদেহের সন্ধান চলছে। পুলিশ মনে করছে, নিখোঁজদের কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই।

শনাক্ত হওয়া শ্রমিকদের মধ্যে ১৯ জন হলেন: রাহুল কুমার, সমীর দীপ, জন কুমার, পঙ্কজ মানকি, অজয় ​​মানকি, বুধেশ্বর দীপ, বিজয় কুমার, অভয় ভূমিজ, রোহিত মানকি, বীরেন্দ্র কুমার, আগর তাতি, ধীরেন চেটিয়া, দীপ গৌলা, রামছাবক সোনার, সোনাতন নাগ, সঞ্জয় কুমার, করণ কুমার, জোনাস মুন্ডা এবং রজনী নাগ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy