অভিনেত্রী নন, ‘বালিকা বধূ’র আনন্দীর বিয়ে! ২৮ বছর বয়সে সাতপাকে বাঁধা পড়লেন অভিকা গোর, কে এই মিলিন্দ চান্দওয়ানি?

বহু প্রতীক্ষার পর অবশেষে দীর্ঘদিনের প্রেমিক, ব্যবসায়ী ও সমাজসেবক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী অভিকা গোর। রিয়্যালিটি শো ‘পতি, পত্নী অউর পঙ্গা’-র সেটেই বিয়ে সেরেছেন এই জুটি, যা ইতিমধ্যেই টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।

‘বালিকা বধূ’ সিরিয়ালে ‘আনন্দী’ চরিত্রে অভিনয় করে শৈশবেই দর্শকদের হৃদয়ে সাড়া ফেলে দিয়েছিলেন ২৮ বছর বয়সী অভিকা।

কনের সাজে অভিকা, বরের সাজে মিলিন্দ
বিয়ের দিন কনের সাজে দারুণ মানিয়েছিল অভিকাকে। তিনি টুকটুকে লাল লেহঙ্গা-চোলি-র সঙ্গে পান্নার গয়না পরেছিলেন। মিলিন্দ চান্দওয়ানি সেজেছিলেন সোনালি রংয়ের শেরওয়ানিতে। টেলি জগতের তাবড় তারকারা এই বিয়েতে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সোনালি বেন্দ্রে, হিনা খান, রুবিনা দিলায়েক, কৃষ্ণা অভিষেক, ফারহা খান-সহ বহু তারকা।

সাতপাকে ঘোরার পর পাপারাৎজিদের মিষ্টিও খাওয়ান তারকা-দম্পতি।

কেন টিভিতে সম্প্রচার?
অভিকা জানান, তিনি চেয়েছিলেন তাঁর অনুরাগীরা, যাঁরা তাঁর জীবনে এত গুরুত্বপূর্ণ, তাঁরা তাঁর জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটিতেও শামিল হোন।

“২০০৮ সাল থেকে জনসমক্ষেই রয়েছি আমি। মানুষের কাছ থেকে যে ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি, তা বলে বোঝানো সম্ভব নয়… আমার অনুরাগীরাই আমার জীবনের গুরুত্বপূর্ণ দিনটিতে শামিল হোক, আমি এটাই চেয়েছিলাম।”

কে এই মিলিন্দ চান্দওয়ানি?
অভিকা ও মিলিন্দের প্রেমের সূচনা ২০২০ সালে। মিলিন্দ একজন সমাজসেবক; তিনি Camp Diaries নামে একটি এনজিও চালান, যার মাধ্যমে দুঃস্থ শিশুদের শিক্ষাদান ও কারিগরি শিক্ষা প্রদান করা হয়।

শিক্ষাগত যোগ্যতা: মিলিন্দের IIM আমদাবাদ থেকে MBA ডিগ্রি রয়েছে। তিনি Infosys-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন।

জনপ্রিয়তা: ২০১৯ সালে MTV Roadies Real Heroes থেকে তিনি জনপ্রিয়তা পান।

সম্পত্তি: সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অভিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮২ কোটি টাকা, অন্যদিকে মিলিন্দের মোট সম্পত্তির পরিমাণ ১ থেকে ২ কোটি টাকা।

মিলিন্দের মধ্যে নিজের জীবনসঙ্গী খুঁজে পাওয়া নিয়ে অভিকা বলেন, “এমন সঙ্গী পেয়ে ধন্য আমি। আমাকে সবকিছুতে সাপোর্ট করে ও, আমাকে বোঝে, জীবনে এগিয়ে যেতে উৎসাহ জোগায়।” তাঁদের পরিবারও এই বিয়ে নিয়ে সমান উৎসাহী ছিল বলে জানান তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy