বিজয়াদশমীর দিনে ভুজ এয়ারবেসে সেনা জওয়ানদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি স্যার ক্রিক এলাকায় কোনো দুঃসাহস দেখায়, তাহলে ভারত এমন কড়া জবাব দেবে যে পাকিস্তানের ইতিহাস ও ভূগোল দুটোই বদলে যাবে।
স্মরণ করালেন ১৯৬৫ সালের যুদ্ধ ও ‘অপারেশন সিঁদুর’
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে ১৯৬৫ সালের যুদ্ধের উদাহরণ মনে করিয়ে দেন। তিনি বলেন, সেই সময় ভারতীয় সেনাবাহিনী লাহোর পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা দেখিয়েছিল। তিনি আরও বলেন, “আজ ২০২৫-এ পাকিস্তানের এটা মনে রাখা উচিত যে করাচির একটি রাস্তা স্যার ক্রিক হয়েই যায়।” এর মাধ্যমে তিনি কার্যত বুঝিয়ে দেন, ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা এখন করাচি পর্যন্ত আঘাত হানতে পারে।
সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশে রাজনাথ সিং ‘অপারেশন সিঁদুর’-এর কথা মনে করিয়ে দেন। তিনি জানান, এই অপারেশনের সময় পাকিস্তান লেহ থেকে স্যার ক্রিক পর্যন্ত ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়।
সীমান্তে সামরিক পরিকাঠামো বাড়াচ্ছে পাকিস্তান
রাজনাথ সিং বলেন, স্বাধীনতার ৭৮ বছর পরেও স্যার ক্রিক এলাকায় সীমান্ত নিয়ে বিবাদ তৈরি করা হচ্ছে। ভারত বারবার আলোচনার মাধ্যমে এর সমাধান করার চেষ্টা করলেও, পাকিস্তানের উদ্দেশ্য পরিষ্কার নয়। তিনি আরও জানান যে, পাকিস্তান সম্প্রতি স্যার ক্রিকের কাছে তাদের সৈন্য এবং সামরিক পরিকাঠামো বাড়িয়েছে, যা তাদের আসল উদ্দেশ্যকে প্রকাশ করছে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ একসঙ্গে মিলে সতর্কতা ও তৎপরতার সাথে ভারতের সীমান্ত রক্ষা করছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখনও জারি আছে। তিনি ভারতীয় সেনাবাহিনীর সাফল্য ও সাহসের প্রশংসা করেন এবং জওয়ানদের তাদের পরিশ্রমের জন্য অভিনন্দন জানান।