অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia Women vs India Women) এক অবিস্মরণীয় জয় এনে দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ‘হিরোইন’ বনে গিয়েছেন জেমাইমা রডরিগেজ। শুধুমাত্র অপরাজিত শতরান করেই দলকে বিশ্বকাপ ফাইনালের (2025 ICC Women’s Cricket World Cup) টিকিট দেননি, বরং একই সঙ্গে ছিনিয়ে নিয়েছেন জোড়া পুরস্কার। আইসিসি-র (ICC) পক্ষ থেকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ (ম্যাচের সেরা) পুরস্কার জেতার পরই, দলের পক্ষ থেকে ‘সেরা ফিল্ডার’-এর পুরস্কারও উঠেছে তাঁর পকেটে। ফলে জেমাইমার আনন্দ এখন দ্বিগুণ।
বৃহস্পতিবারের হাই-ভোল্টেজ ম্যাচে ফিল্ডিংয়ে তাঁর দুরন্ত পারফরম্যান্সই তাঁকে এই সম্মানে ভূষিত করেছে। প্রথমে শ্রী চরণীর (Shree Charani) বোলিংয়ে তিনি বাউন্ডারি লাইনে উড়ন্ত ক্যাচ নিয়ে ফেরান সেট হয়ে যাওয়া বেথ মুনিকে (Beth Mooney)। এরপরই আসে দ্বিতীয় চমক। চোখ ধাঁধানো ক্ষিপ্রতায় সরাসরি থ্রো করে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান তাহিলা ম্যাকগ্র্যাথকে (Tahlia McGrath)। এই জোড়া সাফল্যই তাঁকে ‘সেরা ফিল্ডারের’ স্বীকৃতি এনে দিয়েছে।
মাত্র ২৫ বছর বয়সী এই ক্রিকেটার দলের মধ্যে তাঁর হাসিখুশি ও প্রাণোচ্ছল স্বভাবের জন্য এমনিতেই খুব জনপ্রিয়। কিন্তু এই ম্যাচে তিনি প্রমাণ করে দিলেন, দলের কঠিনতম মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব নিতেও তিনি প্রস্তুত। তাঁর এই ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর ক্রিকেট মহলে এখন শুধু জেমাইমাকে নিয়েই আলোচনা। ফাইনালের আগে তাঁর এই ফর্ম নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাসকে চূড়ায় পৌঁছে দিল।