অধিনায়ক সূর্যকুমার যাদবকে দুবাইয়ে এসে ট্রফি নিতে হবে’! মহসিন নকভির দাবিতে কেন বৈঠক ছাড়লেন ভারতীয় প্রতিনিধিরা?

এশিয়া কাপ ২০২৫ জিতেছে টিম ইন্ডিয়া, কিন্তু এখনও পর্যন্ত ট্রফি পায়নি। এই পরিস্থিতিতে ট্রফি হস্তান্তরের বিষয়টি নিয়ে টানাপোড়েন আরও বাড়িয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান মহসিন নকভি। তাঁর নতুন শর্তে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভার্চুয়াল বৈঠক মাঝপথেই ছেড়ে চলে আসেন।

নকভির নতুন শর্তে বিতর্ক
মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা ও আশিস শেলার এবং অন্যদিকে মহসিন নকভি যোগ দেন। বৈঠক চলাকালীন ট্রফি হস্তান্তরের বারবার দাবি প্রত্যাখ্যান করেন নকভি।

পাকিস্তান চ্যানেল ‘জিয়ো সুপার’-এর প্রতিবেদন অনুসারে, মহসিন নকভি বিসিসিআইকে দুটি কঠোর শর্ত দেন:

১. ট্রফি নিতে হলে অধিনায়ককে আসতে হবে: নকভি বলেন, ভারতকে ট্রফি নিতে হলে অধিনায়ক সূর্যকুমার যাদবকে এসে নিতে হবে। অন্য কোনও প্রতিনিধিকে তিনি ট্রফি দেবেন না।
২. ট্রফি নিতে হবে দুবাইয়ে: ভারত অধিনায়ককে ট্রফি নিতে হলে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দফতরে এসে ব্যক্তিগতভাবে ট্রফি গ্রহণ করতে হবে।

নকভি রাজীব শুক্লাকে স্পষ্ট বলেন, “ভারতীয় দল যদি ট্রফিটি চায়, তাহলে তাদের অধিনায়কের উচিত এসিসি অফিসে ব্যক্তিগতভাবে গিয়ে এটি গ্রহণ করা।”

বিসিসিআইয়ের কড়া হুঁশিয়ারি
নকভির এই শর্তের পর রাজীব শুক্লা ও আশিস শেলার বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। এর আগে বিসিসিআই এসিসি এবং পিসিবি প্রধানকে সতর্ক করে বলে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় দলের কাছে ট্রফি হস্তান্তর না করা হয়, তবে বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানানো হবে।

আইসিসি-তে অপসারণের দাবি
সূত্রের খবর, ট্রফি নিয়ে নকভির এই অবস্থানের কারণে ক্ষিপ্ত ভারতীয় বোর্ড কর্তারা যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছেন। আগামী নভেম্বরের আইসিসি বৈঠকে ক্ষিপ্ত ভারতীয় বোর্ড কর্তারা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধানের পদ থেকে মহসিন নকভির অপসারণ চাইবেন এবং এই বিষয়ে জোরালো দাবি পেশ করা হবে।

উল্লেখ্য, ফাইনালে জেতার পরও সূর্যকুমার যাদবরা নকভির থেকে ট্রফি নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নকভি ট্রফি নিয়ে সোজাসুজি হোটেলে চলে যান বলে খবর সামনে আসে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy