আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বাধীন এই দলে চোট সারিয়ে ফিরেছেন প্যাট কামিন্স ও জোশ হ্যাজলউড। তবে অজিদের এই দলে সবথেকে বড় চমক স্পিনার ম্যাথু কুহনেম্যানের অন্তর্ভুক্তি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে চারটি ম্যাচ খেলেও এখনও উইকেটের খাতা খুলতে পারেননি তিনি, তা সত্ত্বেও উপমহাদেশের স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে তাঁর ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা।
জর্জ বেলির নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এবার স্পিন বিভাগকে বিশেষ গুরুত্ব দিয়েছে। অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েলের পাশাপাশি তরুণ কুপার কনোলিকে রাখা হয়েছে স্কোয়াডে। তবে অবাক করার মতো বিষয় হলো, দলে বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে কেবল জোশ ইংলিসকেই রাখা হয়েছে, কোনো বিকল্প কিপার নেওয়া হয়নি। জোশ ফিলিপ বা মিচেল ওয়েনের মতো ফর্মে থাকা ক্রিকেটারদের বাদ দেওয়া অজি শিবিরের এক বড় সাহসী সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
পেস বিভাগে কামিন্স-হ্যাজলউডের সঙ্গী হচ্ছেন জেভিয়ার বার্টলেট। বেন ডুয়ার্শুইসকে টপকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন তিনি। এছাড়াও অলরাউন্ডার হিসেবে থাকছেন ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টোইনিস। নির্বাচক প্রধান জর্জ বেলি জানিয়েছেন, কামিন্স, হ্যাজলউড ও টিম ডেভিডের চোট নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁরা বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এটি অস্থায়ী স্কোয়াড হওয়ায় প্রয়োজনে পরবর্তীতে পরিবর্তনের পথও খোলা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।