ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীতের অপেক্ষায় রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আর মাত্র দু’দিনের মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে। সপ্তাহ শেষে পারদ নামার জোর পূর্বাভাস রয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজ্যের একাধিক জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে। রাতের দিকেও কুয়াশা বজায় থাকার সম্ভাবনা। বেলা বাড়লে কুয়াশা কেটে ঝলমলে রোদের দেখা মিলবে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোরে থাকবে কুয়াশার দাপট।
কলকাতায় তাপমাত্রা নামছে ১৫ ডিগ্রির নীচে!
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে।
-
দক্ষিণবঙ্গ: কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
-
উত্তরবঙ্গ: উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যেই ঠান্ডা রয়েছে এবং সপ্তাহান্তে পারদ আরও নামবে।
আবহাওয়ায় আপাতত আর কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী সাতদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।