UDAN প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ, তিন বছরের মাথায় বন্ধ হতে চলেছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

দীর্ঘ টালবাহানার পর ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ‘উড়ান’ (UDAN) প্রকল্পের মাধ্যমে যে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা চালু হয়েছিল, তিন বছরের মাথায় সেই পরিষেবা আবারও বন্ধ হতে চলেছে। ভর্তুকির চুক্তি শেষ হয়ে যাওয়ার কারণে পরিষেবা প্রদানকারী বেসরকারি বিমান সংস্থা ইন্ডিয়া ওয়ান (IndiaOne) আগামী জানুয়ারি/১ ফেব্রুয়ারি থেকে আর বিমান চালাবে না বলে জানিয়েছে।

📉 বিমান বন্ধ হওয়ার কারণ:
কোচবিহার বিমানবন্দর সূত্রে খবর:

ভর্তুকি শেষ: এই সংস্থাটি উড়ান প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের কাছ থেকে তিন বছরের জন্য ভর্তুকি পেত। সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভর্তুকি ছাড়া ৯ আসন বিশিষ্ট বিমান চালানো সম্ভব নয় বলে সংস্থাটি কর্তৃপক্ষকে জানিয়েছে।

অপারেশনাল মোড: ইন্ডিয়া এয়ার ওয়ান সংস্থাই একমাত্র এই রুটে বিমান চালাচ্ছিল। সোমবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএআই) কোচবিহার বিমানবন্দরের আধিকারিককে তারা ‘অপারেশনাল মোড’ পরিবর্তনের কথা উল্লেখ করে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে।

যাত্রী ঘাটতি নেই: উল্লেখ্য, বিমান পরিষেবা চালু হওয়ার পর যাত্রীর ঘাটতি ছিল না এবং সোমবার পর্যন্ত সব আসন ভর্তি নিয়েই বিমান কলকাতা গিয়েছে। তবুও সংস্থা হঠাৎ পরিষেবা বন্ধ করে দেওয়ায় প্রশ্ন উঠেছে।

🗣️ রাজনৈতিক বিতর্ক তুঙ্গে:
আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে কোচবিহার বিমান পরিষেবা বন্ধ হতে বসায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

বিজেপির অভিযোগ: প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (BJP) এই পরিষেবা বন্ধ হওয়ার জন্য রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন।

তৃণমূলের পালটা: তৃণমূল কংগ্রেস (TMC) পাল্টা কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে। তাদের দাবি, কেন্দ্রের UDAN প্রকল্পের অব্যবস্থাপনা এবং ভর্তুকি বন্ধ হয়ে যাওয়াই এই অচলাবস্থার জন্য দায়ী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy