TCS-এর ছাঁটাইয়ের মাঝেই Infosys-র বড় ঘোষণা! ২০ হাজার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা

দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস যখন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে, ঠিক তখনই ভিন্ন পথে হেঁটে বড়সড় নিয়োগের খবর দিল ইনফোসিস। চলতি অর্থবর্ষে ২০ হাজার নতুন কর্মী নিয়োগের ঘোষণা করেছে বেঙ্গালুরু-ভিত্তিক এই তথ্যপ্রযুক্তি সংস্থা, যা দেশের আইটি সেক্টরে স্বস্তির বার্তা এনেছে।

ইনফোসিসের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সলিল পারেখ এই ঘোষণা করে জানান, “ইনফোসিসে ইতিমধ্যেই ১৭ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। আরও কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ২০ হাজার ফ্রেশার নিয়োগ করা হবে।” এটি টিসিএসের ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার ঠিক বিপরীত চিত্র।

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেও বিনিয়োগ করছে। একইসঙ্গে, কর্মীদের কর্মদক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এই পদক্ষেপগুলি সংস্থাকে আরও নতুন প্রজেক্ট পেতে সাহায্য করবে বলে ইনফোসিস কর্তৃপক্ষ আশাবাদী।

সম্প্রতি ইনফোসিস কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণাও করেছে। তবে পরবর্তী বেতন বৃদ্ধি কবে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

যেখানে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) সিনিয়র ও মিড-লেভেল কর্মীদের ধাপে ধাপে ছাঁটাই করার ঘোষণা করেছে এবং আপাতত সিনিয়র লেভেলে নিয়োগ ও বেতন বৃদ্ধি স্থগিত রেখেছে, সেখানে ইনফোসিসের এই সিদ্ধান্ত তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত এবং এই পেশায় নতুন করে যুক্ত হতে আগ্রহীদের জন্য নিঃসন্দেহে একটি আশার আলো। এই পদক্ষেপ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy