SSC থেকে PSC, সমস্ত বোর্ডেই ‘ভয়াবহ চিত্র’! বেকার যুবকদের টোটো চালানো নিয়ে কেন সরব হলেন শুভেন্দু অধিকারী?

রাজ্যে বেকারত্ব এবং চাকরি নিয়োগ বোর্ডের ‘ভয়াবহ চিত্র’ তুলে ধরে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি পেটের টানে রুজিরুটির সংগ্রামে নামা টোটো চালকদের প্রতি সংহতি জানিয়ে তাঁদের সতর্কীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্যে বেকারত্বের অবস্থা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তাঁর অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন (SSC), পাবলিক সার্ভিস কমিশন (PSC), পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (PRB) থেকে শুরু করে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (MSC) পর্যন্ত সমস্ত নিয়োগ বোর্ডের পরিস্থিতি ভয়াবহ।

‘৬ লক্ষ স্থায়ী পোস্ট বিলুপ্ত’
রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে শুভেন্দু বলেন, “নতুন পোস্ট তো ক্রিয়েশন দূরে থাকুক, বর্তমান সরকারের সময়কালে, বর্তমান মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্রের নের্তৃত্বে, ৬ লক্ষ স্থায়ী পোস্টকে বিলুপ্ত করা হয়েছে!”

এই কারণেই রাজ্যে বাধ্য হয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং এমনকি এম এ পাশ যুবকরাও রুজিরুটির জন্য সংগ্রাম করছেন।

টোটো চালকদের প্রতি শুভেন্দুর বার্তা
বিরোধী দলনেতা বলেন, এই লক্ষ লক্ষ যুবকদের (এবং অল্প সংখ্যক যুবতীদের) অনেকেই টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছেন। কিন্তু রাজ্যের বেশিরভাগ সময় (প্রায় ৯-১০ মাস) পাহাড়ি এলাকা ছাড়া বর্ষা এবং ঘর্মাক্ত পরিবেশ থাকে।

শুভেন্দু অধিকারী বলেন, “এই লক্ষ লক্ষ যুবককে, এই রকম একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে জীবনযুদ্ধের সংগ্রাম করতে হয়। নিজের সংসারের অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার জন্য।” তিনি এই টোটো চালকদের প্রতি সরকারের তরফে বিশেষ নজরদারির প্রয়োজন বলেও উল্লেখ করেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy