SSC মামলায় নতুন মোড়! ছাড় নয় কোনও, আবেদন খারিজ করল আদালত! এবার কী হবে চাকরিপ্রার্থীদের?

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে বয়সসীমার ছাড়ের দাবিতে করা একটি আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতেও রাজি হয়নি শীর্ষ আদালত। এর ফলে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ না হওয়া চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ছাড় পাওয়ার পথ আপাতত বন্ধ হয়ে গেল।

বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছে, মানবিকতার খাতিরে সোমা রায়কে চাকরিতে রাখা হয়েছিল এবং শুধুমাত্র সেই ধরনের কোনো আবেদনকারীকে বয়সে ছাড় দেওয়া যেতে পারে, সবাইকে নয়। শীর্ষ আদালত তাদের রায়ে স্পষ্ট করে দিয়েছে যে, যে কেউ বয়সে ছাড়ের আবেদন করতে পারেন না।

এই মামলার আবেদনকারীরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। এরপর তাঁরা বয়সে ছাড় চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু শীর্ষ আদালতও তা খারিজ করে দিয়েছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর স্পষ্ট হয়ে গেল যে, নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নতুন বিজ্ঞপ্তির শর্তাবলী মেনেই আবেদন করতে হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy