নয়াদিল্লি: ২০১৬ সালের এসএসসি (SSC) প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের জন্য বছরের শেষে এল বিরাট স্বস্তি। সুপ্রিম কোর্টের আগের দেওয়া ৩১ ডিসেম্বরের ডেডলাইন এবার ৮ মাস বাড়িয়ে দেওয়া হলো। ফলে আগামী ৩১ অগাস্ট, ২০২৬ পর্যন্ত যোগ্য শিক্ষকরা নিয়মিত চাকরি করতে পারবেন এবং তাঁদের বেতনও চালু থাকবে।
কেন এই সময়সীমা বৃদ্ধি? সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নতুন করে প্যানেল গঠন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু আইনি জটিলতা এবং বিপুল সংখ্যক প্রার্থীর স্ক্রুটিনির কারণে এই কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব নয় বলে জানায় স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে কমিশনের সেই আর্জিতেই সাড়া দিল শীর্ষ আদালত।
নিয়োগের সময়সীমা ও পরবর্তী পদক্ষেপ: আদালতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন:
-
একাদশ-দ্বাদশ শ্রেণি: আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে এবং ১৫ জানুয়ারি থেকে শুরু হবে কাউন্সেলিং।
-
নবম-দশম শ্রেণি: স্ক্রুটিনি বা বাছাই প্রক্রিয়া মার্চ মাসের মাঝামাঝি নাগাদ শেষ হবে, তারপর শুরু হবে কাউন্সেলিং।
পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করতেই আগামী অগাস্ট মাস পর্যন্ত সময় চেয়েছিল এসএসসি, যা আদালত মঞ্জুর করেছে।
যোগ্য প্রার্থীদের প্রতিক্রিয়া: আদালতের এই নির্দেশকে ইতিবাচক হিসেবেই দেখছেন যোগ্য শিক্ষকরা। তাঁদের প্রতিনিধি মেহবুব মণ্ডলের মতে, এই সময়সীমা না বাড়লে হাজার হাজার শিক্ষক বেতনহীন হয়ে পড়তেন। তবে তাঁরা চাইছেন, এই ৮ মাসের মধ্যেই যেন এসএসসি স্থায়ী প্যানেল প্রকাশ করে এবং সমস্যার চূড়ান্ত সমাধান হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের প্যানেল বাতিলের পর প্রায় ২৬ হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে ছিল। সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশের ফলে আপাতত বড়সড় দুশ্চিন্তার হাত থেকে রেহাই পেলেন সেই সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা, যাঁরা দুর্নীতির ছায়া মুক্ত হয়েও অনিশ্চয়তায় ভুগছিলেন।