SPORTS: ক্রিকেটের আঙিনায় ফের ফিরছেন সৌরভ, সিএবি সভাপতির পদে লড়বেন মহারাজ

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও ক্রিকেট প্রশাসনে ফিরছেন। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে কলকাতার ইডেন গার্ডেন্সে তিনি নিজেই জানিয়েছেন যে, তিনি সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল)-র আসন্ন সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব ঠিক থাকলে তিনি আবারও বাংলার ক্রিকেটের সর্বোচ্চ পদে বসতে চলেছেন, কারণ তার বিরুদ্ধে কেউ মনোনয়ন দাখিল করবেন না বলেই খবর।

২০২২ সালে বিসিসিআই সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট প্রশাসনের বাইরে ছিলেন। তবে এবার তিনি সিএবি-র সভাপতির পদে ফিরতে চলেছেন। আগামী ২০ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে, এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে সভার সাত দিন আগে থেকে। সৌরভের সভাপতি পদে দাঁড়ানোর এই ঘোষণায় বাংলার ক্রিকেট মহলে খুশির হাওয়া।

এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায় ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি-র সভাপতি পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার সময়ে বাংলার ক্রিকেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। তিনি পেশাদার কোচিং এবং খেলোয়াড়দের উন্নয়নের জন্য বিশেষ কর্মসূচি চালু করেছিলেন। তার এই উদ্যোগের ফলে বাংলা রঞ্জি ট্রফিতে ভালো ফল করতে শুরু করে। এরপর ২০১৯ সালে তিনি বিসিসিআই-এর সভাপতি হন এবং ২০২২ সাল পর্যন্ত ওই পদে ছিলেন।

বিসিসিআই সভাপতি হিসেবেও সৌরভ ভারতীয় ক্রিকেটে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ)-কে আধুনিক মানের করে গড়ে তোলা তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই অ্যাকাডেমি বর্তমানে দেশের উঠতি ক্রিকেটারদের বিশ্বমানের প্রশিক্ষণ দিচ্ছে।

বর্তমানে সিএবি সভাপতির দায়িত্ব পালন করছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, তবে লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তার কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। তাই, সৌরভের প্রত্যাবর্তন এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। বাংলার ক্রিকেটপ্রেমীরা এই খবরে দারুণ উচ্ছ্বসিত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy