SPORTS: ওভালে সিরাজের ভুলে হাতছাড়া ব্রুকের উইকেট, ভারতের কপালে পড়লো চিন্তার ভাঁজ

ওভালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে ভারতের জয়ের স্বপ্নকে বড় ধাক্কা দিল মহম্মদ সিরাজের একটি ক্যাচ মিস। বাউন্ডারি লাইনে সহজ ক্যাচ ধরতে ব্যর্থ হওয়ায় হ্যারি ব্রুক সুযোগ পেয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং জো রুটের সাথে ১০০ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।

ঘটনার বিবরণ:

ঘটনাটি ঘটে চতুর্থ ইনিংসের ৩৪তম ওভারের প্রথম ডেলিভারিতে। প্রসিদ্ধ কৃষ্ণার বলে হ্যারি ব্রুক ফাইন লেগে ওভার বাউন্ডারি মারতে গিয়ে অনেকটা উঁচুতে বল তুলে দেন। ফাইন লেগে দাঁড়ানো সিরাজ বলটি সরাসরি হাতে নিয়ে নেন। গুরুত্বপূর্ণ এক উইকেট তুলে নেওয়ার আনন্দে ভারতীয় সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মুহূর্তের মধ্যেই দেখা যায়, সিরাজ ক্যাচ ধরেও শরীরের ভারসাম্য হারিয়ে বাউন্ডারি লাইনের দড়ি অতিক্রম করে ফেলেছেন। ফলে যে বলে ব্রুক আউট হতেন, সেই বলে তিনি ছয় রান পেয়ে যান। সেই সময়ে ব্রুক ১৯ রানে ব্যাট করছিলেন এবং ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১৩৭ রান।

দেখুন সেই ভিডিও:


সিরাজের ব্যর্থতা এবং সম্ভাব্য প্রভাব:

বাউন্ডারি লাইনের একেবারে ধারে দাঁড়িয়ে সিরাজ ক্যাচটি ধরে রাখতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই থাকত। ক্যাচ লুফেও বাউন্ডারির সীমানা টপকে যাওয়া সিরাজকে নিয়ে টিভি ধারাভাষ্যকাররা বিস্ময় প্রকাশ করেন। একজন ধারাভাষ্যকার বলেন, “ও জানত না বাউন্ডারিটা কোথায়, তাই এমন করল। সহজ ক্যাচটা ওই জটিল করল।” অন্য একজন আশঙ্কা প্রকাশ করে বলেন, “এটাই সিরিজের টার্নিং পয়েন্ট হয়ে যাবে না তো?”

মনে করা হচ্ছে, সিরাজ খেয়াল করেননি যে বাউন্ডারি লাইনের দড়িটি তার একেবারেই কাছে ছিল। এই একটি ভুলের কারণে ভারতের বড় ক্ষতি হয়ে যেতে পারে, কারণ চতুর্থ ইনিংসে এত বড় রান তাড়া করার ক্ষেত্রে হ্যারি ব্রুকই ইংল্যান্ডের সেরা বাজি। লাঞ্চ বিরতির সময় সিরাজকে ছুটে গিয়ে প্রসিদ্ধ কৃষ্ণার পিঠে হাত বুলিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা যায়। এই ঘটনা ভারতীয় শিবিরে হতাশা এনে দিয়েছে এবং ম্যাচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy