দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের আবহেই আজ বসছে বিসিসিআই-এর হাই-ভোল্টেজ সিলেকশন মিটিং। ২০২৫ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা আজই। তবে নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ অধিনায়ক সূর্যকুমার যাদব ও শুভমান গিলের ফর্ম নিয়ে। ২০২৫ সালে সূর্যর ব্যাটে নেই একটিও হাফ-সেঞ্চুরি, অন্যদিকে গিলের ব্যাটেও রানের খরা। তা সত্ত্বেও অধিনায়ক হওয়ার সুবাদে কি ভাগ্যের শিকে ছিঁড়ছে সূর্যর?
নেতৃত্ব বদলের ঝুঁকি নেবে না বোর্ড: বিশ্বকাপের মাত্র দু’মাস বাকি থাকতে নেতৃত্বে রদবদল ঘটিয়ে বড় কোনো ঝুঁকি নিতে চাইছে না অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি। ফলে ফর্মহীনতা সত্ত্বেও সূর্যকুমার যাদবই থাকছেন ক্যাপ্টেন। শনিবার নিউজিল্যান্ড সিরিজের দলের পাশাপাশি বিশ্বকাপের ১৫ জনের নামও চূড়ান্ত হয়ে যাবে। চমক হিসেবে বাঁ-হাতি যশস্বী জয়সওয়ালকে স্ট্যান্ডবাই রাখা হতে পারে।
সঞ্জু ও ঈশান কিষাণ সমীকরণ: সৈয়দ মুস্তাক আলিতে ঈশান কিষাণ রানের পাহাড়ে থাকলেও, বিশ্বকাপের স্কোয়াডে জিতেশ শর্মা ও সঞ্জু স্যামসনের পাল্লাই ভারী। গিল ফর্মে না ফিরলে ওপেনার হিসেবে সঞ্জুকে ব্যবহারের ভাবনাও রয়েছে থিঙ্ক ট্যাঙ্কের। হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে ছন্দে থাকায় অলরাউন্ডার বিভাগ নিয়ে স্বস্তিতে ভারত। ৭ই ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর আগে এটাই হতে চলেছে টিম ইন্ডিয়ার ব্লু-প্রিন্ট।