“SIR হিয়ারিংয়ে না গেলেই ডিলিট”-ভোটার কার্ড বাঁচাতে কী করতে হবে? দেখে নিন কমিশনের নিয়ম

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) এখন চূড়ান্ত পর্যায়ে। এনুমারেশন বা বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ শেষ হওয়ার পর ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আর এর পরেই শুরু হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ—শুনানি বা হিয়ারিং। ভোটার তালিকায় আপনার নাম থাকবে কি না, তা এখন নির্ভর করছে এই শুনানির ওপর। উপযুক্ত নথি দেখাতে না পারলে বা শুনানিতে গরহাজির থাকলে যে কোনও মুহূর্তে নাম ডিলিট হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।

কাদের ডাকা হচ্ছে এই শুনানিতে? কমিশন সূত্রে খবর, আপাতত প্রায় ৩৪ লক্ষ ভোটারকে এই শুনানির জন্য ডাকা হচ্ছে। এদের মূলত ‘আনম্যাপড’ (Unmapped) ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই এবং যাদের বাবা-মা বা পূর্বপুরুষদের নামও ওই তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়াও হাজার হাজার ‘সন্দেহজনক’ ভোটারকেও এই প্রক্রিয়ায় তলব করা হচ্ছে।

কীভাবে আসবে নোটিস? শুনানির জন্য প্রত্যেক ভোটারের নামে দুটি করে নোটিস ইস্যু করা হবে। একটি কপি সরাসরি ভোটারের কাছে পৌঁছাবে এবং অন্যটি থাকবে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বা বিএলও-র কাছে। নোটিস পাওয়ার পর ভোটার হাতে সময় পাবেন মাত্র এক সপ্তাহ। জেলাশাসক, মহকুমা শাসক বা বিডিও অফিসে এই শুনানি প্রক্রিয়া চলবে। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি টেবিলে দিনে সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ জনের শুনানি হবে এবং সঙ্গে সঙ্গেই সেই তথ্য পোর্টালে আপলোড করা হবে।

বাড়ি বসেই হিয়ারিং কাদের? সাধারণ মানুষের জন্য সশরীরে উপস্থিত হওয়া বাধ্যতামূলক হলেও, কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে কমিশন। যদি কোনও ভোটার বিশেষভাবে সক্ষম হন, অন্তঃসত্ত্বা হন কিংবা তাঁর বয়স ৮৫ বছরের বেশি হয়, তবে তাঁকে আর অফিসে ছুটতে হবে না। কমিশনের প্রতিনিধিরা সরাসরি তাঁদের বাড়িতে গিয়েই শুনানির কাজ সম্পন্ন করবেন।

হিয়ারিংয়ে না যেতে পারলে কী হবে? যদি কোনও কারণে নির্দিষ্ট দিনে আপনি উপস্থিত হতে না পারেন, তবে উপযুক্ত কারণ দর্শিয়ে তারিখ পরিবর্তন করার সুযোগ থাকছে। এর জন্য আগেভাগেই বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে মনে রাখবেন, হেলাফেলা করলে ভোটার তালিকা থেকে নাম চিরতরে মুছে যেতে পারে। তাই ভোটার কার্ড ও পরিচয় সংক্রান্ত সব নথি তৈরি রাখাই বুদ্ধিমানের কাজ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy