SIR শুনানিতে বেনিয়মের অভিযোগ! কেন্দ্র থেকে বেরিয়েই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল নেত্রী, দেখুন ভিডিও

ভোটার তালিকা সংশোধন বা ‘SIR’ শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। এবার খোদ সরকারি আধিকারিকদের ওপর ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা। রবিবার শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে তাঁর করা মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

কেন ক্ষুব্ধ মন্ত্রী?

জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম সংশোধন বা তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় অংশ নিতে গিয়েছিলেন মন্ত্রী। কিন্তু সেখানে গিয়ে নিয়মকানুন এবং আধিকারিকদের কার্যপদ্ধতি দেখে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেন তিনি। শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই তাঁকে বলতে শোনা যায়, “কেন আপনাদের সন্তুষ্ট করতে পারছি না? ইআরও (ERO)-র সঙ্গে ফোনে কথা হয়েছে, ২০০২ সালে নাম থাকলে একটি ডকুমেন্ট দেখলেই হওয়ার কথা। অথচ এখানে হয়রানি করা হচ্ছে।”

“মাঠে অন্য নিয়ম চলছে”

মন্ত্রীর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে খাতায়-কলমে যে নিয়মের কথা বলা হচ্ছে, বাস্তবে বা ‘মাঠে’ সেই নিয়ম মানা হচ্ছে না। তিনি সরাসরি বেনিয়মের অভিযোগ তুলে বলেন, “খাতায়-কলমে এক রকম নিয়ম এবং মাঠে অন্য রকম নিয়ম চলছে। সবটাই অদ্ভুত লাগছে।”

মন্ত্রীর প্রশ্ন: > নিয়ম থাকা সত্ত্বেও কেন সাধারণ মানুষকে বা ভোটারদের প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও সন্তুষ্ট করা যাচ্ছে না? এই প্রশ্ন তুলে আদতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

রাজনৈতিক মহলে চর্চা

সামনেই গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধন নিয়ে শাসক দলের এই সক্রিয়তা এবং মন্ত্রীর ক্ষোভ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শশী পাঁজার এই আক্রমণাত্মক মেজাজ দেখে অনেকেই মনে করছেন, তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কোনওরকম ফাঁকফোকর রাখতে চাইছে না।

শুনানি কেন্দ্রের এই পরিস্থিতি এবং মন্ত্রীর ক্ষোভের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy