SIR-এ ভুল হলেই চাকরি যাবে! গাফিলতি হলে দায় BLO-দের, কড়া বার্তা নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে মাঠ পর্যায়ে গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে। কোথাও অভিযোগ, বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি না গিয়ে পাড়ার ক্লাব বা নির্দিষ্ট ক্যাম্পে বসে ফর্ম বিলি ও জমা নিচ্ছেন। বিরোধী দল, বিশেষত বিজেপি, অভিযোগ করছে যে স্থানীয় তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রিত ক্লাবে এই কাজ চলছে।

এহেন অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার কঠোর অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী সাফ জানিয়ে দিয়েছেন, SIR প্রক্রিয়ায় কোনো ত্রুটি থাকলে তার সম্পূর্ণ দায় BLO এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) উপরেই বর্তাবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়া হবে।

⚠️ কড়া অবস্থানে কমিশন: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের এক বিশেষ প্রতিনিধিদল মঙ্গলবার পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া খতিয়ে দেখতে এসেছেন। তাঁরা একাধিক জেলা সফর করছেন।

দক্ষিণ ২৪ পরগনায় রাজ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংয়ে কমিশনের কঠোর অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়। জ্ঞানেশ ভারতী স্পষ্ট জানান,

“SIR প্রক্রিয়ায় কোনো ভুল বা গাফিলতি হলে তার দায় সরাসরি BLO এবং ফিল্ড অফিসারদেরই নিতে হবে।”

ভোটারদের তথ্য যাচাইয়ের দায়িত্ব যে সম্পূর্ণরূপে BLO-দের, সেকথাও মনে করিয়ে দেওয়া হয়। এমনকি, প্রতিবাদ বা ছোটখাটো বিক্ষোভের মতো সমস্যা ERO-রা সমাধান করতে সক্ষম বলেও জানান তিনি।

🏛️ দীর্ঘ বৈঠক: মুখ্য নির্বাচনী আধিকারিককেও বার্তা

কমিশনের প্রতিনিধিদলটি কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচন আধিকারিক (DEO) ও ERO-দের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও

কমিশন স্পষ্ট বার্তা দেয় যে, মাঠ পর্যায়ের যে অফিসার ভুল তথ্য দেবেন বা গাফিলতি করবেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।

প্রযুক্তিগত আশ্বাস: প্রযুক্তিগত কোনো সমস্যা, যেমন নেটওয়ার্কের ধীর গতি বা আপলোডিংয়ের অসুবিধা দেখা দিলে তা ২৪ ঘণ্টার মধ্যেই সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

🗺️ নদিয়া যাচ্ছেন কমিশনের প্রতিনিধিরা

 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ৭.৬৩ কোটি এনুমারেশন ফর্ম বিতরণ হয়েছে, যা ৯৯.৬৬ শতাংশ। এর মধ্যে মাত্র ১.০৯ কোটি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে (মোট বিতরণ হওয়া ফর্মের ১৪.২৪ শতাংশ)।

কাজের এই অগ্রগতি খতিয়ে দেখতেই ডেপুটি কমিশনার আলিপুরে আলাদা বৈঠক করেন। জানা যাচ্ছে, আজ অর্থাৎ বুধবার, কমিশনের প্রতিনিধিদল নদিয়া জেলায় গিয়ে এই কাজের অগ্রগতি ফের পর্যালোচনা করবেন। কমিশনের এই টিম আরও কয়েকটি জেলায় সফর করবে।

কমিশনের বার্তা পরিষ্কার— SIR প্রক্রিয়ায় কোনও তথ্য ভুল থাকলে তা আর চাপা থাকবে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy