SIR স্থগিতের দাবিতে ফের চিঠি মমতার, ‘বাইরের এজেন্সিকে দিয়ে নিয়োগ কেন?’, নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন!

ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে রাজ্যজুড়ে তৈরি হওয়া চাপ, বিশৃঙ্খলা এবং অভিযোগের আবহে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে SIR স্থগিতের জন্য চিঠি পাঠানোর পর, এবার তিনি নতুন করে আরও দু’টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি চিঠি পাঠালেন, যা রাজ্য ও নির্বাচন কমিশন সংঘাতকে আরও তীব্র করল।

মুখ্যমন্ত্রীর চিঠিতে দুটি প্রধান অভিযোগ

 

চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দ্বৈত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন:

  1. চুক্তিভিত্তিক কর্মী বাদ: মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে রাজ্যের CEO নির্দেশ দিয়েছেন, চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর এবং বাংলা সহায়তা কেন্দ্রের (BSK) কর্মীদের দিয়ে SIR-এর কাজ করানো যাবে না।

  2. নতুন করে নিয়োগ: অথচ একই সময়ে, CEO-এর অফিস থেকেই ১০০০ ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফ্টওয়্যার ডেভেলপার নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “ইতিমধ্যেই জেলায় এই কাজ চলছে। নতুন করে কী প্রয়োজন পড়ল? বাইরের এজেন্সিকে দিয়ে এক বছরের জন্য একই কাজ করানোর উদ্যোগ কেন?” তিনি কমিশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

BLO-দের মৃত্যু ও চাপের উল্লেখ

 

SIR শুরু হওয়ার পর কাজের চাপে একাধিক BLO-র মৃত্যু ও অসুস্থতার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিকে সামনে রেখে তাঁর চিঠিতে লেখেন:

“SIR-কে ঘিরে পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। ট্রেনিংয়ে বড় ত্রুটি রয়েছে। বাধ্যতামূলক নথি নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। এমন প্রবল চাপে থেকেও BLO-রা সীমার ঊর্ধ্বে উঠে কাজ করছেন। আমি তাঁদের কুর্নিশ জানাই।”

এছাড়াও, তিনি জলপাইগুড়ির মালবাজারে এক অঙ্গনওয়াড়ি কর্মী, যিনি BLO-র দায়িত্বে ছিলেন, SIR-সংক্রান্ত চাপে আত্মহত্যা করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা বিশেষভাবে উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী আগে SIR প্রক্রিয়া স্থগিতের আবেদনে লিখেছিলেন: “দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন। দমনমূলক পদক্ষেপ বন্ধ হোক। যথাযথ প্রশিক্ষণ, সহায়তা দেওয়া হোক। বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা প্রয়োজন।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy