নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আজ, মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়া। কমিশনের এই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা, যেখানে শাসক দল তৃণমূল এই প্রক্রিয়াকে ‘ভুয়ো’ এবং ‘ভোটারদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা’ বলে আক্রমণ করেছে।
এই আবহে, SIR প্রক্রিয়া শুরু হতেই এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্যের অন্যতম প্রধান বিরোধী কণ্ঠস্বর হিসেবে এই প্রক্রিয়া নিয়ে তিনি নির্বাচন কমিশন এবং শাসক-বিরোধী উভয় পক্ষের কাছেই কড়া বার্তা দিয়েছেন।
নওশাদের নিশানায় স্বচ্ছতা
SIR-কে ঘিরে যখন তৃণমূল অভিযোগ করছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘু ও সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হবে, ঠিক তখনই নওশাদ সিদ্দিকী এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নির্বাচন কমিশনের কাছে নওশাদের মূল দাবি, SIR প্রক্রিয়ায় যেন ভুয়ো নাম বাদ দেওয়া হয়, কিন্তু কোনো অবস্থাতেই যেন কোনো প্রকৃত ভারতীয় নাগরিককে তালিকা থেকে বঞ্চিত না করা হয়।
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে রাজনৈতিক দলগুলো, বিশেষত শাসক ও প্রধান বিরোধী দল, নিজেদের স্বার্থে এই প্রক্রিয়াকে ব্যবহার করার চেষ্টা করতে পারে।
আইএসএফ বিধায়ক স্পষ্ট জানান, যদি রাজ্যের মানুষ এই ভোটার তালিকা সংশোধনের নামে কোনো হয়রানির শিকার হন বা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন, তাহলে আইএসএফ চুপ করে থাকবে না। বাংলার সাধারণ মানুষের অধিকার রক্ষায় তাঁরা সমস্ত রকম রাজনৈতিক ও আইনি পথে লড়তে প্রস্তুত।
SIR প্রক্রিয়া শুরু হওয়ায় রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন এই সমালোচনার জবাব কীভাবে দেয় এবং SIR প্রক্রিয়া কতটা স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ হয়।