‘SIR বন্ধ করলেও মমতা হারবেন’, বাজপেয়ীর জন্মজয়ন্তীতে বিস্ফোরক শমীক ভট্টাচার্য!

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতায় অটলজির স্মরণে আয়োজিত মঞ্চ থেকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান তিনি। তাঁর স্পষ্ট দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো কৌশলই আর তৃণমূলকে রক্ষা করতে পারবে না।

SIR ইস্যুতে কড়া আক্রমণ: নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে সাম্প্রতিককালে রাজ্য রাজনীতি তোলপাড়। এই ইস্যুতেই তৃণমূলকে বিঁধে শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল এখন SIR-কে ঢাল হিসেবে ব্যবহার করছে মানুষের নজর ঘোরাতে। কিন্তু এই মুহূর্তে যদি SIR বন্ধও করে দেওয়া হয়, তবুও মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন।” তাঁর মতে, রাজ্যের মানুষ তৃণমূলের ১৪ বছরের ‘অপশাসন’ এবং ‘প্রাতিষ্ঠানিক লুঠ’ থেকে মুক্তি পেতে মরিয়া।

তৃণমূল বনাম বিজেপি লড়াই: রাজ্য বিজেপি সভাপতি দাবি করেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি ‘অভিশাপ’ হয়ে দাঁড়িয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তিনি বলেন, বিজেপি কোনো মুখ বা মুখোশের রাজনীতি করে না, তবে মানুষের রায়ে তৃণমূলের পতন নিশ্চিত। অটল বিহারী বাজপেয়ীর আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিজেপি একটি নীতি-আদর্শ নির্ভর দল, যা ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতায় টিকে থাকার তত্ত্বে বিশ্বাসী নয়।

তৃণমূলের প্রতিবাদকে কটাক্ষ: মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতাদের SIR-এর বিরুদ্ধে আন্দোলনকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন শমীক। তিনি প্রশ্ন তোলেন, যদি ভোটার তালিকা নিয়ে এতই আপত্তি থাকে, তবে তৃণমূল কেন আইনি পথে যাচ্ছে না? তাঁর মতে, ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ যাওয়ার আতঙ্কেই তৃণমূল এখন রাস্তায় নেমে ভয় দেখানোর রাজনীতি করছে। তবে সাধারণ ভোটাররা এবার যোগ্য জবাব দেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy