ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বন্ধ করার দাবি তুলে এবার পথে নামল BLO অধিকার রক্ষা কমিটি। এই বিক্ষোভে সামিল হয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেসপন্থী শিক্ষকরাও। সোমবার নির্বাচন কমিশন (EC) দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
বিক্ষোভের মূল কারণ
বিএলও অধিকার রক্ষা কমিটির মূল দাবি হলো, শিক্ষকদের উপর থেকে অতিরিক্ত কাজের চাপ কমাতে হবে এবং SIR প্রক্রিয়াটি স্থগিত রাখতে হবে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে, ভোটার তালিকা সংশোধনের এই বিপুল এবং সময়সাপেক্ষ কাজ করতে গিয়ে শিক্ষকদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে চরম চাপ সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিএলও-দের মানসিক চাপ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন নতুন মাত্রা যোগ করল।
কমিশন দফতরে উত্তেজনা
তৃণমূলপন্থী শিক্ষকদেরও এই মিছিলে অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশন দফতর অভিমুখে মিছিল করে এসে বিক্ষোভকারীরা তাদের দাবি তুলে ধরেন এবং কাজের পরিবেশ উন্নত করার দাবি জানান। বিক্ষোভের কারণে নির্বাচন কমিশন দফতরের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।
এই কমিটিগুলি চায়, এনুমারেশন (গণনা) প্রক্রিয়ায় যুক্ত শিক্ষকদের কাজের চাপ কমিয়ে আনা হোক এবং সুষ্ঠুভাবে এই প্রক্রিয়া পরিচালনার জন্য পর্যাপ্ত সময় ও সুবিধা দেওয়া হোক।