পশ্চিমবঙ্গে নির্বাচনী কাজের চাপজনিত কারণে আরও এক বুথ লেভেল অফিসার (BLO)-এর মৃত্যুর খবর সামনে এল। এবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। মৃত BLO-র নাম জাকির হোসেন। তিনি মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকার ঝিল্লী অঞ্চলের ১৪ নম্বর বুথের দায়িত্বে ছিলেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন জাকির হোসেন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের গুরুতর অভিযোগ:
জাকির হোসেনের পরিবার এই মৃত্যুর জন্য অতিরিক্ত কাজের চাপকেই দায়ী করেছে। তাঁদের অভিযোগ, জাকির হোসেন একটানা স্পেশাল সামারি রিভিশন (SIR)-এর কাজ করছিলেন। দিঘা প্রাইমারি স্কুলের শিক্ষক জাকির হোসেন একইসঙ্গে BLO-এর বাড়তি দায়িত্ব সামলাতে গিয়ে মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে পারছিলেন না। এই লাগাতার চাপই তাঁর মর্মান্তিক পরিণতির কারণ বলে মনে করছে পরিবার।
একের পর এক BLO অসুস্থ, আত্মহত্যার ঘটনাও:
কাজের চাপে রাজ্যের বিভিন্ন প্রান্তে BLO-দের অসুস্থ হওয়া এবং মৃত্যুর ঘটনা ক্রমাগত বাড়ছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
-
সম্প্রতি নামখানার দেবাশিস দাস নামে এক BLO ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে SSKM হাসপাতালে চিকিৎসাধীন।
-
কয়েকদিন আগে কোন্নগরের এক BLO এবং বর্ধমানের এক মহিলা BLO-ও ব্রেন স্ট্রোকে মারা যান।
-
মালবাজার এবং নদিয়ায় দুই BLO আত্মঘাতী হয়েছেন।
-
বাঁকুড়ার পাত্রসায়রে এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় অসুস্থ হয়ে কান্নাকাটি শুরু করেন BLO সবিতা সর্দার।
-
কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯৩ নম্বর ওয়ার্ডের BLO প্রদীপ ভুক্তাও SIR-এর কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা:
কর্মসূত্রে BLO-দের এই চরম দুর্দশার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, SIR-এর কাজের চাপে অসুস্থ হয়ে কোনও BLO-র মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনা ফের একবার নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের কাজের চাপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলল।