বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘হিন্দু ঐক্য যাত্রা’ নামের একটি পদযাত্রায় অংশগ্রহণ করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছেন। দীঘায় আয়োজিত এই পদযাত্রা থেকে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে এক বড়সড় ইঙ্গিত দেন।
এই যাত্রায় অংশগ্রহণ করে শুভেন্দু অধিকারী ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন এবং কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে ২০২৬ সালের নির্বাচনে জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, “২০২৬-এর দিকে তাকিয়ে বলছি, এই বাংলার মাটিতে আমরা জয় শ্রী রাম বলতেই থাকব। এটা কেউ আটকাতে পারবে না। একজোট হয়ে কাজ করুন। আমরাই জিতব।” তাঁর এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, যেখানে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করার বার্তা দিয়েছেন।
পাশাপাশি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন যে মুখ্যমন্ত্রী পুরীর মন্দিরের অপমান করেছেন। শুভেন্দু অধিকারী বলেন, “পুরীর মন্দিরে জগন্নাথ দেবের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে দেওয়া হবে না বলে পুরীর মন্দিরের সেবাইতরা বলেছেন। মুখ্যমন্ত্রী সেই মন্দিরকে অপমান করেছেন। এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে।”
শুভেন্দু অধিকারী আরও বলেন, “বাংলায় শুধুমাত্র হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে তোষণ নীতির অভিযোগ তোলেন এবং বলেন, “২০২৬ সালের পর পশ্চিমবঙ্গে হিন্দুদের হাতে সরকার থাকবে।” বিরোধী দলনেতার এই মন্তব্য এবং পদযাত্রা নিয়ে রাজনৈতিক মহল এখন সরগরম।