SIR-এ নতুন বিতর্ক! ‘BLO-দের দড়ি দিয়ে বাঁধা হচ্ছে’, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরুর আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ তুললেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ‘তৃণমূলের ক্যাম্পের মডেলে বুথ লেভেল অফিসারদের (BLO) দড়ি দিয়ে বাঁধা হচ্ছে।’

নির্বাচন কমিশনের অধীনে ভোটার তালিকা সংশোধনের এই গুরুত্বপূর্ণ কাজে যুক্ত বিএলও-দের নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতিতে তুমুল চাপানউতোর চলছে। তারই মধ্যে শুভেন্দু অধিকারীর এই গুরুতর অভিযোগ রাজ্য নির্বাচন প্রক্রিয়া নিয়ে আরও বড় বিতর্কের সৃষ্টি করল।

শুভেন্দুর বিস্ফোরক বার্তা:

বিএলও-দের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী সরাসরি বার্তা দিয়ে বলেন, তাঁদেরকে তৃণমূলের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, শাসকদল বিএলও-দের ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে ভোটার তালিকায় নিজেদের প্রভাব খাটাতে চাইছে। যদিও বিরোধী দলনেতা তাঁর এই দাবির সমর্থনে কোনো নির্দিষ্ট প্রমাণ পেশ করেননি।

এর আগে শাসকদলের নেতারা যেখানে বিএলও-দের কাজ তদারকি করার জন্য তৃণমূল কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন, ঠিক সেই সময়ে শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক মন্তব্য নিঃসন্দেহে বাংলার রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে তুলল। শুভেন্দু স্পষ্ট করে দেন, তিনি বিএলও-দের কাজে তৃণমূলের হস্তক্ষেপের তীব্র বিরোধী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy