পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর (SIR) বা বিশেষ সমন্বিত সংশোধনীর সময়সীমা বাড়িয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ৯ ডিসেম্বরের বদলে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। এই আবহে ফের শিরোনামে উঠে এসেছে এ বছর বুথ লেভেল অফিসারদের (BLO) বেতন বৃদ্ধির বিষয়টি। নির্বাচন কমিশনের (ECI) নির্দেশে প্রায় একধাক্কায় দ্বিগুণ করা হয়েছে তাঁদের ভাতা।২০১৫ সালের পর এই বছর অর্থাৎ ২০২৫ সালে বিএলও এবং বিএলও সুপারভাইজারদের বেতন ও ইনসেনটিভ বাড়ানো হয়েছে। একই সঙ্গে এই বছরই প্রথমবারের মতো ইআরও (ERO – Electoral Registration Officers) এবং এইআরও (AERO – Assistant Electoral Registration Officer)-দের জন্য সাম্মানিক ভাতা চালু করা হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি অগাস্ট মাসেই প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।কোন স্তরে কত টাকা বৃদ্ধি?কমিশনের প্রকাশিত অগাস্ট মাসের বিজ্ঞপ্তি অনুসারে, ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজে যুক্ত কর্মীদের পারিশ্রমিক বেড়েছে উল্লেখযোগ্যভাবে:পদ২০১৫ সালের পারিশ্রমিক২০২৫ সালের নতুন পারিশ্রমিকBLO৬,০০০ টাকা (প্রতি সাইকেল)১২,০০০ টাকা (দ্বিগুণ)BLO ইনসেনটিভ (রিভিশন কাজ)১,০০০ টাকা২,০০০ টাকাBLO সুপারভাইজার১২,০০০ টাকা১৫,০০০ টাকাAEROকোনো সাম্মানিক ছিল না২৫,০০০ টাকা (সাম্মানিক ভাতা)EROকোনো সাম্মানিক ছিল না৩০,০০০ টাকা (সাম্মানিক ভাতা)বিএলও-দের পারিশ্রমিক দ্বিগুণ হওয়ার ফলে এবং ইআরও ও এইআরও-দের জন্য নতুন সাম্মানিক ভাতা চালু হওয়ায় ভোট সংক্রান্ত কাজে যুক্ত কর্মীদের মধ্যে উৎসাহ বেড়েছে।
Home
OTHER NEWS
SIR-এর মাঝেই ফের চর্চায় BLO-দের বেতন বৃদ্ধি, একধাক্কায় দ্বিগুণ ভাতা, এখন কত পারিশ্রমিক পাচ্ছেন অফিসাররা?