SIR-এর প্রতিবাদে গর্জে উঠবে তৃণমূল! নভেম্বরে শহিদ মিনারে বিরাট সভা, মমতার উপস্থিতি নিয়েও জল্পনা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision – SIR) নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর চর্চা। বিহারের পর এবার বাংলাতেও চলছে ভোটার তালিকার এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। এই আবহে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, কমিশন SIR-এর মাধ্যমে যতই নাম বাদ দিক, আগামী নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা ‘একটা হলেও বাড়বে’।

SIR-এর প্রতিবাদে শহিদ মিনারে সভা
নির্বাচন কমিশনের SIR-এর বিরোধিতা করে নভেম্বরে কলকাতায় একটি বিরাট জনসভা করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস।

সভার স্থান: শহিদ মিনার।

সম্ভাব্য তারিখ: দলীয় সূত্রে খবর, সভার দিন হতে পারে ১৬ বা ১৭ নভেম্বর।

নেতৃত্ব: এই সভায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিশ্চিত। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এখনও চূড়ান্ত হয়নি।

আগের পরিকল্পনা বাতিল: প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২ নভেম্বর সভা করার কথা থাকলেও, সেদিন অন্য অনুষ্ঠান থাকায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। এখন বিকল্প হিসেবে নভেম্বরের প্রথম সপ্তাহ (১ বা ১১ তারিখ) অথবা তৃতীয় সপ্তাহকে ভাবা হচ্ছে। কিছুদিনের মধ্যেই দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সভায় উপস্থিত থেকে SIR নিয়ে দলের অবস্থান সরাসরি জনতার সামনে তুলে ধরবেন।

‘বিজেপির ভোট বাড়বে বামেদের ক্ষতি করে’: অভিষেক
বৃহস্পতিবার বিজয়া সম্মিলনী উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি ভোটার তালিকা নিয়ে যতই চেষ্টা করুক, ভোটের ব্যবধান ৭ থেকে ৭.৫ শতাংশের মধ্যেই থাকবে।

আসন বাড়ার দাবি: তাঁর কথায়, “কমিশন যতই নাম বাদ দিক, তৃণমূলের আসন একটা হলেও বাড়বে।”

বামেদের ক্ষতি: অভিষেক দাবি করেন, বিজেপি এক-আধ শতাংশ ভোট বাড়ালেও সেই বৃদ্ধি হবে বামেদের ভোট কমে যাওয়ার কারণে, ফলে তৃণমূলের কোনও ক্ষতি হবে না।

সংগঠনই আসল অস্ত্র: তিনি স্পষ্ট করে দেন, “ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া আমাদের জন্য বড় সমস্যা নয়। কারণ তৃণমূলের সাংগঠনিক শক্তিই আমাদের আসল অস্ত্র।”

তবে, বিরোধীদের দাবি— রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে কমপক্ষে ১২ থেকে ১৫ হাজার মৃত ভোটারের নাম রয়েছে। তাঁদের অভিযোগ, এই মৃত ভোটারদের নামেই বহু আসনে তৃণমূল জিতে এসেছে। যদিও শাসকদলের নেতারা এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি।

কংগ্রেসের জোট প্রস্তাব নাকচ: ‘একাই লড়বে তৃণমূল’
আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোট প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ছিল একেবারেই স্পষ্ট। তিনি বলেন, “বিধানসভায় কোনও জোটের প্রয়োজন নেই। কংগ্রেস প্রস্তাব দিলেও গ্রহণ করার মতো কারণ দেখছি না।”

পাশাপাশি, আগামী নির্বাচনে তিনি নিজে প্রার্থী হবেন কি না, এই প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ বলেন, “দলই সিদ্ধান্ত নেবে। আপাতত সংসদেই আমি সক্রিয় থাকতে চাই। কারণ আগামী তিন-চার বছর সংসদ খুব গুরুত্বপূর্ণ।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, ২০২৬ সালের ভোটে রাজ্যের রাজনীতিতে মেরুকরণ চরমে পৌঁছবে। বিজেপি SIR-কেও মেরুকরণের হাতিয়ার করতে চাইছে। কিন্তু তৃণমূল মানুষকে পাশে নিয়েই রাজপথে লড়াই করবে এবং জনগণের রায় আবারও তৃণমূলের পক্ষেই থাকবে বলে তিনি দাবি করেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy