রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়া এক মাসের গণ্ডিতে পা দেওয়ার ঠিক আগে কাজের খতিয়ান তুলে ধরলেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল। সোমবার দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও ১০ লক্ষ ৩৩ হাজার ভোটার তাঁদের ফর্ম সংশ্লিষ্ট বুথের বিএলওর কাছে জমা দেননি।
কাজের অগ্রগতি ও বকেয়া ফর্ম
-
মোট ভোটার ও বিএলও: বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষের অধিক, যার জন্য ৮০ হাজারের বেশি বিএলও নিযুক্ত রয়েছেন।
-
ফর্ম ডিজিটাইজেশন: সিইও জানান, ফর্ম বিলির কাজ শেষ হয়েছে। এর মধ্যে মোট ৪ কোটি ৫৫ লক্ষ ফর্ম ডিজিটাইজড হয়েছে।
-
বকেয়া: এখনও পর্যন্ত ১০ লক্ষ ৩৩ হাজার ভোটার ফর্ম জমা না দেওয়ায় কাজ সম্পূর্ণ হতে দেরি হচ্ছে।
জেলা ও বিধানসভাভিত্তিক শীর্ষে কারা?
পূর্বে কমিশন জানিয়েছিল যে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কাজের নিরিখে বাংলা এগিয়ে। এবার রাজ্যের অভ্যন্তরীণ পরিসংখ্যান প্রকাশ করলেন মনোজ আগরওয়াল।
| বিভাগ | শীর্ষ স্থান | সাফল্যের হার (শতাংশ) | অন্যান্য এগিয়ে থাকা জেলা/বিধানসভা |
| জেলাভিত্তিক | পূর্ব বর্ধমান | ৬৬.৪৭% | আলিপুর (৬৬.৪১%), উত্তর দিনাজপুর (৬৫.৪৩%), মালদহ (৬৫.৪৩%), পূর্ব মেদিনীপুর (৬৫.২৭%)। |
| বিধানসভাভিত্তিক | গোসাবা | – | ক্যানিং পূর্ব, ফলতা, মোথাবাড়ি, কতুলপুর, বাসন্তি, সবং, কুমারগ্রাম, পিঙলা, সুজাপুর, কেতুগ্রাম, গোয়ালপোখর, কাঁথি উত্তর, ভাঙড়, ডেবরা, মগরাহাট পশ্চিম। |
সিইও দাবি করেছেন, প্রত্যেক জেলাতেই ভালো কাজ হচ্ছে। তবে ডিজিটাইজেশন অঙ্কের নিরিখে পূর্ব বর্ধমান জেলা এবং বিধানসভাভিত্তিক পরিসংখ্যানে গোসাবা শীর্ষে রয়েছে।