SIR-এর আবহে বসিরহাটে বিস্ফোরক ঘটনা! মৃত বাবার নামে জাল নথি বানিয়ে ভারতীয় সেজে ভোটার হলেন বাংলাদেশি যুবক, হতবাক জিয়াদ আলী

সম্প্রতি স্টেটাস অফ ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট (SIR)-এর কাজ শুরু হতেই পশ্চিমবঙ্গের বসিরহাটে একটি আঁতকে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। ভারতীয় নাগরিক জিয়াদ আলীর নামে তাঁর মৃত বাবাকে নিজের বাবা সাজিয়ে জাল নথি তৈরি করে একজন বাংলাদেশি নাগরিক ভোটার তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ উঠেছে। ভোটার লিস্টে এই ভয়াবহ কারচুপি দেখে হতবাক হয়েছেন জিয়াদ আলী।

জিয়াদ আলীর অভিযোগ, তিনি এর আগে এই বিষয়ে স্থানীয় থানা ও ব্লক অফিসে অভিযোগ জানিয়েও কোনো সাহায্য পাননি। তবে SIR (Status of Individual Resident) যাচাই প্রক্রিয়া শুরু হতেই জিয়াদ আলী এই বিষয়ে ফের নতুন করে অভিযোগ জানিয়েছেন।

কীভাবে ঘটল এই কারচুপি?

পুলিশ ও ব্লক অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশি ওই নাগরিক জিয়াদ আলীর মৃত বাবার নাম ব্যবহার করে নিজেকে ভারতীয় হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। জালিয়াতির মাধ্যমে তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন। জিয়াদ আলীর দাবি, তাঁর পরিবার সম্পূর্ণ ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও, এই ধরনের ঘটনা তাঁদের নাগরিকত্ব এবং পরিচিতি নিয়ে প্রশ্ন তুলছে।

SIR প্রক্রিয়ার মাধ্যমে যখন প্রতিটি নাগরিকের তথ্যের স্থিতাবস্থা যাচাই করা হচ্ছে, ঠিক সেই সময়েই বসিরহাটে এই জালিয়াতির ঘটনা সামনে আসায় তা প্রশাসনের কর্তাদেরও চিন্তায় ফেলেছে। জিয়াদ আলী এই বিষয়ে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy