পশ্চিমবঙ্গে আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR)। আর এই প্রক্রিয়া শুরু হতেই বঙ্গ রাজনীতিতে যেন বারুদের গন্ধ! তৃণমূলের পক্ষ থেকে SIR নিয়ে আগেই তীব্র আক্রমণ শানানো হয়েছিল। এবার পাল্টা আসরে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ‘আগুন জ্বালানোর’ হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা অর্জুন সিং।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, রাজ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও SIR নিয়ে উত্তেজনার জন্য মুখ্যমন্ত্রীই দায়ী।
“আগুন জ্বালিয়ে দেখুক…”
SIR প্রক্রিয়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি প্রসঙ্গে অর্জুন সিং সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আগুন জ্বালিয়েই দেখুক, আমরাও আমন্ত্রণ জানাচ্ছি।” এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মন্তব্য সরাসরি তৃণমূলের মোকাবিলা করার জন্য বিজেপি কর্মীদের প্রতি একটি কড়া বার্তা।
“পুলিশ বাদ যাক, তৃণমূলকে দেখাই যাবে না”
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা ও প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন এই বিজেপি নেতা। তাঁর কড়া হুঁশিয়ারি, “পুলিশ বাদ যাক, তৃণমূলকে দেখাই যাবে না।” অর্জুন সিংয়ের দাবি, তৃণমূল কংগ্রেস পুলিশ এবং প্রশাসনের উপর নির্ভর করেই রাজনীতি করে। যদি প্রশাসন নিরপেক্ষ থাকে, তবে তৃণমূলের রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে।
SIR-কে কেন্দ্র করে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনকে ‘বিজেপির সহকারী সংস্থা’ বলে আক্রমণ করেছেন, তখন অর্জুন সিংয়ের এই বিস্ফোরক মন্তব্যগুলি রাজ্যের রাজনৈতিক সংঘাতকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে গেল বলে মনে করা হচ্ছে। এখন দেখার, অর্জুন সিংয়ের এই খোলা চ্যালেঞ্জের জবাব তৃণমূল কংগ্রেস কী ভাবে দেয়।