ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR ইস্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল। বামফ্রন্টের ডাকে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে এদিন সিপিএম কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলটি আসানসোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মহকুমা শাসকের (SDO) অফিসের সামনে পৌঁছালে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে।
কেন এই আন্দোলন?
সিপিএম নেতৃত্বের দাবি, SIR প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থহানি করা হচ্ছে। প্রশাসনিক স্তরে এই প্রস্তাবনার সঠিক প্রয়োগ না হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের এই খামখেয়ালি পদক্ষেপের ফলে সরকারি পরিষেবা ব্যাহত হচ্ছে এবং ভোটারদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।
থমথমে আসানসোল, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
এদিন মিছিল ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভের জেরে শহরের দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে সাময়িক আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এসডিও অফিসের বাইরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বাম কর্মীরা। তাঁদের হুঁশিয়ারি, “দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
রাজারহাটেও প্রতিবাদের আঁচ
শুধু আসানসোল নয়, SIR ইস্যু নিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে রাজারহাটেও। সেখানকার বাম নেতাদের দাবি, প্রশাসনিক দফতরে সাধারণ মানুষকে পরিষেবা দিতে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে রাজারহাটে একটি বড় মাপের রোডশো করে বামফ্রন্ট।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে SIR ইস্যু যে রাজ্য রাজনীতির নতুন হাতিয়ার হয়ে উঠছে, আসানসোল ও রাজারহাটের এই আন্দোলন তারই ইঙ্গিত দিচ্ছে।