PoK জ্বলছে বিদ্রোহের আগুনে! ১০ জনের মৃত্যু, পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

পাক-অধিকৃত কাশ্মীরে (PoK) সাধারণ জনগণের বিক্ষোভ ও তা দমনে পাকিস্তানি সেনা-পুলিশের নৃশংসতার তীব্র নিন্দা করল ভারত। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনাকে পাকিস্তানের দমনমূলক মনোভাব এবং জোরপূর্বক অবৈধ দখলদারিত্বের স্বাভাবিক পরিণতি বলে উল্লেখ করেছেন।

রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, ভারত পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভের খবর লক্ষ্য করেছে, যার মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর নিরীহ অসামরিক নাগরিকদের উপর বর্বরতাও রয়েছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্রের স্পষ্ট বার্তা: “আমরা বিশ্বাস করি এটি পাকিস্তানের দমনমূলক মনোভাব এবং জোরপূর্বক ও অবৈধ দখলদারিত্বের অধীনে থাকা এই অঞ্চলগুলি থেকে সম্পদের পদ্ধতিগত লুণ্ঠনের একটি স্বাভাবিক পরিণতি। পাকিস্তানকে তার ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি করতে হবে।”

আগুনে জ্বলছে PoK, মৃত কমপক্ষে ১০ জন
বেশ কয়েকদিন ধরেই পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীর (PoK)-এর বিস্তীর্ণ অঞ্চলে শেহবাজ সরকার এবং আসিম মুনিরের সেনাবাহিনীর বিরুদ্ধে গণঅভ্যুত্থান চলছে। আওয়ামি অ্যাকশন কমিটির (AAC) নেতৃত্বে হাজার হাজার মানুষ মুজাফফরাবাদ, মিরপুর, কোটলি সহ একাধিক জেলায় রাস্তায় নেমে এসেছে।

বিক্ষোভ চলাকালীন পুলিশ ও সেনার গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছেন।

বিক্ষোভের কারণে PoK-এর অনেক এলাকায় দোকানপাট বন্ধ, পরিবহন ব্যাহত এবং জীবনযাত্রা কার্যত স্থবির।

ক্ষুব্ধ জনতা পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র স্লোগান দিচ্ছে। এই বিক্ষোভের রেশ ইসলামাবাদ এবং করাচিতেও ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভকারীদের মূল দাবি কী?
PoK-এর মানুষের মূল অভিযোগ, এই অঞ্চলের সম্পদের সুবিধা তাদের সঙ্গে ভাগ করে নেওয়া হয় না এবং পাকিস্তান সরকার তাদের চাহিদা উপেক্ষা করেছে। AAC-এর ৩৮-দফা দাবির মূল বিষয়গুলি হলো:

বিদ্যুতের হার হ্রাস করা।

গম এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের উপর ভর্তুকি দেওয়া।

স্থানীয় রাজস্বের উপর PoK-এর মানুষের নিয়ন্ত্রণ।

পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য ১২টি সংরক্ষিত বিধানসভা আসন বাতিল করা।

আলোচনা শুরু করেছে ইসলামাবাদ
পরিস্থিতি সামাল দিতে অবশেষে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আট সদস্যের একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল পাঠিয়েছেন। এই দলে ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, রাজা পারভেজ আশরাফ, এবং PoK-এর প্রধানমন্ত্রী চৌধুরি আনোয়ারুল হকও রয়েছেন।

প্রতিনিধিদল বিক্ষোভকারীদের সঙ্গে প্রথম দফা আলোচনা করেছে। আলোচনার পর প্রতিনিধিদলের সদস্য ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল বিক্ষোভকারীদের প্রতি ‘এমন আগুন না জ্বালানোর’ আহ্বান জানিয়েছেন। তবে আলোচনা শুরু হলেও, কঠোর দমন-পীড়নের জন্য ভারতের কড়া সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy