PNB-হাউজিং ফিনান্সের শেয়ারে ব্যাপক ধস, এমডি-সিইও-র পদত্যাগের জেরে ১৬% পতন

সপ্তাহের শেষ ট্রেডিং সেশন, শুক্রবার পিএনবি হাউজিং ফিনান্স লিমিটেডের শেয়ার দরে প্রায় ১৬ শতাংশের বিপুল পতন হয়েছে। এই পতনের জেরে প্রতিটি শেয়ারের দাম নেমে এসেছে ৮২৫ টাকায়। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) গিরিশ কৌসগি পদত্যাগ করেছেন। এই খবরের পরই শেয়ার বাজারে এমন আকস্মিক ধস নামল।

মেয়াদ শেষের আগেই পদত্যাগ:

২০২২ সালের অক্টোবর মাসে পিএনবি হাউজিং ফিনান্সের সিইও এবং এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন গিরিশ কৌসগি। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে, ওই পদে তাঁর কাজের শেষ দিন এ বছরের ২৮ অক্টোবর। উল্লেখ্য, গিরিশ কৌসগির আমলে পিএনবি হাউজিং ফিনান্সের শেয়ার দর প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, যা তার নেতৃত্বকালে সংস্থার শক্তিশালী পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।

শেয়ারের দামে ব্যাপক প্রভাব:

সংস্থার শীর্ষ আধিকারিকের পদত্যাগের খবরের পর পিএনবি হাউজিংয়ের শেয়ারে ব্যাপক ধস নেমেছে। শুক্রবার ১৬ শতাংশের বেশি কমে এই শেয়ারের দাম ৮২৫ টাকা হয়েছে। গত এক মাসেও এই সংস্থার শেয়ারে ২৫ শতাংশের বেশি পতন হয়েছে। তবে, দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য এই স্টক লাভজনক প্রমাণিত হয়েছে। গত পাঁচ বছরে এই স্টক থেকে লগ্নিকারীরা ৩৭৬ শতাংশ রিটার্ন পেয়েছেন, যদিও শেষ এক বছরে বৃদ্ধি মাত্র ২ শতাংশ।

চলতি অর্থবর্ষের প্রথম প্রান্তিকের ফলাফল:

চলতি অর্থবর্ষের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) পিএনবি হাউজিং ফিনান্সের আর্থিক ফলাফল অবশ্য গত বছরের তুলনায় ভালো হয়েছে। সংস্থার নেট মুনাফা ২৩ শতাংশ বেড়ে ৫৩৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। সংস্থার মোট রাজস্ব ২ হাজার ৮২ কোটি টাকা হয়েছে, যা গত অর্থবর্ষের প্রথম প্রান্তিকে ছিল ১ হাজার ৮৩২ কোটি টাকা। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সংস্থার নেট ইন্টারেস্ট ইনকাম ১৭ শতাংশ বেড়ে ৭৬০ কোটি টাকা হয়েছে।

বিনিয়োগকারীদের জন্য সতর্কতা:

যদিও সংস্থার আর্থিক ফলাফল ইতিবাচক, তবে শীর্ষ ব্যবস্থাপকের পদত্যাগ এবং তার পরবর্তী শেয়ারের মূল্য পতন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। শেয়ার বাজার বা যেকোনো ক্ষেত্রে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগের আগে যথাযথ গবেষণা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

(বিশেষ দ্রষ্টব্য: এই সংবাদ প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে প্রকাশিত। এটি কোনো বিনিয়োগের পরামর্শ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ।)

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy