পাকিস্তানের অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার নোমান আলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) এক অসাধারণ রেকর্ড গড়েছেন, যা মোটেই সহজ কাজ ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাহোর টেস্ট ম্যাচে ৬ উইকেট নিয়ে তিনি ভারতের রবিচন্দ্রন অশ্বিনের একটি গুরুত্বপূর্ণ রেকর্ড ভেঙে দিয়েছেন।
নোমান আলি ১১২ রান খরচ করে ৬টি উইকেট তুলে নিয়েছেন, যার ফলে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ২৬৯ রানে গুটিয়ে যায়। এটি তাঁর টেস্ট কেরিয়ারে নবম বারের মতো ৫ উইকেট শিকারের নজির।
অশ্বিনকে যেভাবে টপকে গেলেন নোমান
বাঁ-হাতি স্পিনার নোমান আলি আর অশ্বিনের রেকর্ড ভেঙে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ উইকেট নেওয়া সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে উঠেছেন।
নোমান আলির রেকর্ড: ৩৯ বছর ৫ দিন বয়সে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন।
অশ্বিনের রেকর্ড: এর আগে, অশ্বিন ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৮ বছর ২ দিন বয়সে ৮৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে রেকর্ডটি ধরে রেখেছিলেন।
তবে, সামগ্রিকভাবে টেস্ট ক্রিকেটে ৬ উইকেট নেওয়া সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার বার্ট আইরনমঙ্গার। তিনি ১৯৩২ সালে ৪৯ বছর ৩১১ দিন বয়সে এই কীর্তি গড়েন।
নোমান আলির দুর্দান্ত পারফরম্যান্স
দেরিতে টেস্ট ক্রিকেটে সুযোগ পেলেও নোমান আলি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গত জুলাই মাস থেকে তিনি মোট ৫২টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে ১৯টি টেস্ট ম্যাচ খেলে তিনি নিজের ঝুলিতে ৮৩টি উইকেট ভরেছেন।
লাহোর টেস্টের হাল
লাহোর টেস্ট ম্যাচে পাকিস্তানি দল প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৭৮ রানের স্কোর করে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস ২৬৯ রানে শেষ হয়।
তবে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে পাকিস্তানি দল মুখ থুবড়ে পড়ে। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুস্বামী-এর সামনে পাকিস্তানি ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। পুরো দল মাত্র ১৬৭ রানে অল আউট হয়ে যায়। মুথুস্বামী একাই ৫টি উইকেট নেন, যার ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়।