OMG! ১ লক্ষ টাকার ঋণ দাঁড়াল ৭৪ লক্ষে! মহাজনের ফাঁদ থেকে বাঁচতে কিডনি বেচলেন কৃষক

মহাজনের ঋণের জালে জড়িয়ে সর্বস্বান্ত হলেন মহারাষ্ট্রের এক কৃষক। গবাদি পশুর ব্যবসা শুরু করার জন্য মাত্র ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন তিনি। কিন্তু সেই ঋণই সুদ এবং জরিমানা বাবদ ফুলে-ফেঁপে দাঁড়াল অবিশ্বাস্য ৭৪ লক্ষ টাকায়! শেষ পর্যন্ত চরম অসহায় অবস্থায় ধার শোধ করতে নিজের একটি কিডনি বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পিছিয়ে পড়া কৃষক রোশন সদাশিব কুড়ে চাষাবাদে লোকসানের জেরে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। বাধ্য হয়ে দু’টি দুধেল গরু কিনে ডেয়ারি ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেন। স্থানীয় দু’জন বেআইনি মহাজনের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা ধার নেন তিনি।

💸 দৈনিক ১০ হাজার টাকা সুদ, বিক্রি হলো জমি-সোনার গয়নাও

তবে দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। ব্যবসা শুরুর আগেই মারা যায় কেনা দুই গরুই। অন্যদিকে, ফসল নষ্ট হওয়ায় ঋণের বোঝা আরও বাড়ে। এর পরেই শুরু হয় মহাজনদের অকথ্য চাপ। রোশনের অভিযোগ, ঋণের উপর প্রতিদিন ১০ হাজার টাকা করে সুদ ও জরিমানা চাপানো হচ্ছিল।

এই চাপ সামলাতে তিনি নিজের দুই একর জমি, ট্র্যাক্টর, দু’টি দু’চাকার গাড়ি এবং স্ত্রী-র সোনার গয়নাও বিক্রি করে দেন। আত্মীয়দের কাছ থেকেও টাকা ধার নেন। কিন্তু সুদের অঙ্ক কমেনি। ঋণের পরিমাণ বাড়তেই থাকে।

রোশনের দাবি, এক মহাজন তাঁকে লক্ষ্মণ উরকুড়ে নামে এক এজেন্টের কাছে পাঠান। সেই ব্যক্তি ২০ দিনের জন্য ৪০ শতাংশ সুদে তাঁকে টাকা ধার দেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে না পেরে তাঁকে কিডনি বিক্রি করার চরম প্রস্তাব দেওয়া হয়।

✈️ কলকাতা থেকে কম্বোডিয়া: কিডনি বিক্রি করে ৮ লক্ষ টাকা

অসহায় অবস্থায় রোশন সেই প্রস্তাবেই রাজি হতে বাধ্য হন। অঙ্গপাচার চক্রের মাধ্যমে প্রথমে কলকাতায় তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় কম্বোডিয়ায়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে একটি কিডনি অপসারণ করা হয়।

এর বিনিময়ে তিনি পান ৮ লক্ষ টাকা। তবে সেই অর্থেও পুরো ঋণ শোধ হয়নি। বর্তমানে ভাঙা শরীর ও মানসিক যন্ত্রণা নিয়ে তিনি ন্যায়বিচারের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

রোশন কুড়ের দাবি, এই বেআইনি মহাজন, এজেন্ট এবং বিদেশে অঙ্গপাচারের সঙ্গে যুক্ত চক্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা গ্রামীণ মহাজনি ঋণব্যবস্থা, বেআইনি সুদের কারবার ও আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের ভয়াবহ বাস্তবতাকে আবারও সামনে আনল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy