রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন দুই মহিলা। হঠাৎ পথ আগলে দাঁড়াল বাইক আরোহী দুই সশস্ত্র দুষ্কৃতী। লক্ষ্য ছিল ব্যাগ ও গয়না ছিনতাই। কিন্তু শিকার যে উল্টে শিকারি হয়ে উঠবে, তা কল্পনাও করতে পারেনি ওই দুষ্কৃতীরা। পাঞ্জাবের লুধিয়ানায় ১২ ডিসেম্বর ঘটা এই রোমহর্ষক ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
কী ঘটেছিল সেই দিন? ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই দুই সাহসী মহিলা। আচমকাই একটি মোটরবাইক তাঁদের গতিরোধ করে। বাইকের পিছনে থাকা যুবক নেমেই মহিলাদের ব্যাগ ও গয়না কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। সাধারণত এমন পরিস্থিতিতে যে কেউ ভয়ে সিঁটিয়ে যেতেন, কিন্তু এই মহিলারা ছিলেন ব্যতিক্রম।
অস্ত্রের মুখেও অকুতোভয়: ছিনতাইবাজরা ধারালো অস্ত্র বের করে ভয় দেখালেও দমে যাননি তাঁরা। শুরু হয় তুমুল ধস্তাধস্তি। দুই মহিলার প্রবল প্রতিরোধের মুখে পড়ে কার্যত থতমত খেয়ে যায় প্রশিক্ষিত দুষ্কৃতীরা। হাতাহাতির এক পর্যায়ে মহিলারা গায়ের জোরে দুষ্কৃতীদের হটিয়ে দেন। বেগতিক বুঝে বাইক নিয়ে চম্পট দেয় দুই হামলাকারী।
Live CCTV Footage of Robbery! 🚨⚠️
Robbers attempted to loot 2 women late at night in Kidwai Nagar, Ludhiana but the brave women confronted them. The robbers were forced to abandon their scooter and flee. pic.twitter.com/pIzGJQ6GJF
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) December 17, 2025
পালিয়েও পেল না রেহাই: লড়াই শুধু ওখানেই শেষ হয়নি। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর ওই দুই মহিলা পিছু হটতে রাজি ছিলেন না। তাঁরা নিজেদের স্কুটি নিয়ে বেশ কিছুটা পথ ওই সশস্ত্র দুষ্কৃতীদের ধাওয়া করেন। তাঁদের এই অদম্য সাহস দেখে স্তম্ভিত নেটিজেনরা।
তদন্তে পুলিশ: ইতিমধ্যেই স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে বলে সূত্রের খবর। বিপদের মুখে মাথা ঠান্ডা রেখে কীভাবে রুখে দাঁড়াতে হয়, লুধিয়ানার এই দুই ‘বীরাঙ্গনা’ তা প্রমাণ করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এখন তাঁদের প্রশংসার জোয়ার।