OMG! দাউ দাউ করে জ্বলল সরকারিবাস, প্রাণ বাঁচাতে আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের

রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালি এলাকায় হাওড়াগামী একটি এসবিএসটিসি (SBSTC) বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ এয়ারপোর্ট হোটেল ক্রসিংয়ের কাছে চলন্ত বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। বাসের ভেতর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। তৎক্ষণাৎ চালক বাসটি থামিয়ে দেন এবং প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিমানবন্দর থানার পুলিশও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল এবং পুলিশের প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ জানতে আরও বিস্তারিত তদন্ত করা হবে।

বাসের এক যাত্রী আতঙ্কিত হয়ে বলেন, “হঠাৎ করেই বাসের মধ্যে ধোঁয়া দেখতে পাই। মনে হয়েছিল দম বন্ধ হয়ে মারা যাব। তবে বাস থামিয়ে আমাদের নামিয়ে দেওয়ায় প্রাণে বাঁচি।” অন্য একজন যাত্রী বলেন, “বাসটি দেখতে বেশ নতুন মনে হচ্ছিল। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা উচিত। আজ ভাগ্য ভালো ছিল, তাই আমরা বেঁচে গিয়েছি।”

এই দুর্ঘটনার কারণে এয়ারপোর্ট সংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিধাননগর ট্র্যাফিক পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। আগুন নিভে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy