রাখিবন্ধন উৎসবের ঠিক আগের দিন মহারাষ্ট্রের নাসিকে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে একটি লেপার্ডের হামলায় তিন বছরের শিশু আয়ুষ ভগত নিহত হয়েছে। রাখির সকালে সাদা কাপড়ে মোড়া তার নিথর হাতে রাখি পরিয়ে দিতে দেখা যায় তার নয় বছর বয়সী দিদি শ্রেয়াকে। হাতে হলুদ, কুমকুম এবং প্রদীপে সাজানো থালা নিয়ে দিদির কান্নায় ভেঙে পড়ার সেই দৃশ্য দেখে গোটা গ্রামের মানুষের চোখে জল চলে আসে।
নাসিকের ওয়াডনারের দুমালা গ্রামে ভগত পরিবারের বাড়ি। এই এলাকাটি বনাঞ্চলের কাছাকাছি। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ির সামনে খেলছিল ছোট্ট আয়ুষ। সেই সময় একটি লেপার্ড তাকে তুলে নিয়ে যায়। প্রথমে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পারেননি। দীর্ঘক্ষণ ছেলেকে দেখতে না পেয়ে মা কান্নাকাটি শুরু করেন। আয়ুষের বাবা তখন বাড়িতে ছিলেন না। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।
রাতেই টর্চ হাতে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা আয়ুষকে খুঁজতে বের হন। বাড়ির কাছেই একটি টমেটোর ক্ষেতের কাছে রক্তের দাগ দেখে তারা আরও ভয় পেয়ে যান। এরপর বনদপ্তরে খবর দেওয়া হয়।
বনদপ্তরের গার্ড অনিল আহিরো বলেন, “১০ জন বনকর্মীর একটি দল আয়ুষকে খুঁজতে শুরু করে। থার্মাল ড্রোন ক্যামেরা দিয়েও তল্লাশি চালানো হয়। রাত প্রায় ১১টা ৪৫-এ ড্রোনে দেখা যায়, একটি লেপার্ড ঘোরাফেরা করছে। সেটি ভগত পরিবারের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ছিল।” এর পরেই আখের ক্ষেতে আয়ুষের ক্ষতবিক্ষত নিথর দেহটি খুঁজে পাওয়া যায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বন্যপ্রাণীর হামলা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।