কলকাতা হাইকোর্টের ওবিসি নতুন তালিকায় স্থগিতাদেশ জারির নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের হয়ে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির দাবি জানান। প্রধান বিচারপতি এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং আগামী সোমবার এর শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আদালতে কপিল সিব্বল বলেন, “নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে বলা হয়, আমাদের (রাজ্যকে) আইন প্রণয়ন করতে হবে। এটা সমস্ত রায়ের পরিপন্থী।” জবাবে প্রধান বিচারপতি গাভাই বলেন, “ইন্দিরা সাহনি মামলার পর থেকে এই ধারণা প্রচলিত যে, ওবিসি শনাক্তকরণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন।” সিব্বল আরও জানান যে, হাইকোর্টে একটি অবমাননার আবেদন দাখিল করা হয়েছে এবং তিনি সেটি স্থগিত রাখার আবেদন করছেন। এরপর প্রধান বিচারপতি বলেন, “বিষয়টি তালিকাভুক্ত করা হোক।”
২০২৪ সালে কলকাতা হাইকোর্ট ২০১০ সাল থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে একটি রায় দিয়েছিল। আদালত রাজ্যকে নতুন তালিকা তৈরি করতে বলেছিল। সেই অনুযায়ী রাজ্য একটি নতুন তালিকা প্রস্তুত করে। তবে সেই তালিকা তৈরিতে নিয়ম মানা হয়নি—এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করা হয়। রাজ্য ও অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে, সমস্ত নিয়ম মেনেই সমীক্ষা হয়েছে এবং তার রিপোর্ট পেশ করা হয়েছে।
বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায়ের ওপর একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এই নির্দেশ আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে আবেদন জানাল রাজ্য সরকার।