কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি-র কট্টর নেতা গিরিরাজ সিং বিহারে NDA-এর নির্বাচনী ইশতেহারের ভূয়সী প্রশংসা করে এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেন, NDA-এর এই ‘সংকল্প পত্র’ দেখেই রাষ্ট্রীয় জনতা দল (RJD) নেতা তেজস্বী যাদব এবং কংগ্রেসের অন্যান্য নেতারা ভীত হয়ে পড়েছেন। মন্ত্রীর অভিযোগ, NDA-এর ইশতেহারের শক্তিশালী জনমুখী বিষয়বস্তু বিরোধী শিবিরকে চাপে ফেলেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, NDA সরকার বিহারের মানুষের জন্য যা করার অঙ্গীকার করেছে, তা বাস্তবায়িত হলে বিরোধী দলের ভবিষ্যৎ অন্ধকার। গিরিরাজ সিং-এর মতে, এই ইশতেহার বিহারের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যা দেখে তেজস্বী এবং তাঁর জোট সঙ্গীদের ‘ঘুম উড়ে গেছে’। মন্ত্রীর এই মন্তব্য বিহারের রাজনৈতিক উত্তাপ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।
Home
OTHER NEWS
NDA-এর ইশতেহারেই ‘ভয় পেলেন’ তেজস্বী-কংগ্রেস? বিস্ফোরক দাবি গিরিরাজ সিং-এর!
Related Posts
‘BLO-দের গাছে বেঁধে রাখুন!’ তৃণমূল নেতাদের হুমকির মুখে কাজ শুরুর আগেই ক্ষোভের আগুন; CEO-কে চিঠি দিয়ে নিরাপত্তা দাবি