ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ভবিষ্যৎ নিয়ে ফুটবল মহলে জল্পনা বেড়েই চলেছে। FSDL (Football Sports Development Limited) ক্লাবগুলিকে টুর্নামেন্টের পরিকল্পনা নিয়ে চিঠি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা বিবৃতি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ফেডারেশন জানিয়েছে, তারা এখন সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে আছে, যা আইএসএলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তির মেয়াদ ও নতুন মরসুমের অনিশ্চয়তা
আইএসএল আয়োজক FSDL তাদের চিঠিতে উল্লেখ করেছে যে, মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA)-এর বর্তমান চুক্তি এই বছর ডিসেম্বরে শেষ হচ্ছে। নতুন MRA তৈরি না হওয়া পর্যন্ত আসন্ন আইএসএল মরসুমের পরিকল্পনা করা সম্ভব নয়। তারা আরও জানিয়েছে যে, ফেডারেশনের সঙ্গে আলোচনা সত্ত্বেও MRA নিয়ে কোনো স্পষ্ট ধারণা তারা পায়নি।
AIFF-এর পাল্টা ব্যাখ্যা: আলোচনার ধারাবাহিকতা
FSDL-এর এই অভিযোগের জবাবে AIFF তাদের বিবৃতিতে আলোচনার ধারাবাহিকতা ব্যাখ্যা করেছে। ফেডারেশন জানিয়েছে, “সময়মতোই MRA নিয়ে FSDL-এর সঙ্গে আলোচনা শুরু হয়েছিল। এই নিয়ে গত বছর ২১ নভেম্বর থেকে যাবতীয় প্রক্রিয়ার শুরু। এরপর ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ও ৫ মার্চ মুম্বইতে দুই পক্ষের প্রতিনিধিরা আলোচনায় বসেন।” AIFF আরও যোগ করেছে, এই আলোচনার ফলস্বরূপ FSDL তাদের দাবি-দাওয়া ফেডারেশনকে জানায়, যার প্রেক্ষিতে AIFF ২১ এপ্রিল তাদের মতামত জানায়।
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ এবং আইনি বাধ্যবাধকতা
তবে, সব আলোচনার মাঝেই একটি বড় বাধা আসে। ভারতীয় ফুটবল সংস্থার সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত নতুন MRA তৈরিতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত MRA নিয়ে দু’পক্ষের আলোচনা এগোনো সম্ভব নয় বলে ফেডারেশনের বিবৃতিতে স্পষ্ট উল্লেখ রয়েছে।
এই পরিস্থিতিতে যে জটিলতা তৈরি হয়েছে, তা স্বীকার করে AIFF জানিয়েছে, “ক্লাব, ফুটবলার, সাপোর্ট স্টাফ থেকে সমর্থক, সবার জন্যই আইএসএলের গুরুত্ব আমরা বুঝি। পাশাপাশি আইনের মান্যতাও দিতে হবে। তাই আইএসএল চালু রাখতে ফেডারেশন ও স্টেকহোল্ডারদের যা যা করণীয়, তা করব।”
এই আইনি জটিলতা এবং চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তা আইএসএলের আসন্ন মরসুমের উপর কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে সুপ্রিম কোর্টের পরবর্তী রায়ের জন্য অপেক্ষা করছেন।