ISI-র গুপ্তচর চক্রে NIA-র বড় সাফল্য! হাওয়ালা এজেন্ট রিজওয়ান-সহ ৫ জন গ্রেপ্তার

হাওয়ালা চক্রের তদন্তে নেমে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। হরিয়ানার সিআইএ (CIA)-র তাওরু শাখার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে হরিয়ানা ও পাঞ্জাব থেকে রিজওয়ান নামে আইএসআই (ISI)-এর এক গুপ্তচর ও হাওয়ালা এজেন্ট-সহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে এনআইএ।

মূল অভিযুক্ত ও তাঁর সহযোগী

সূত্রের খবর, গত ২৫ নভেম্বর রিজওয়ানকে হরিয়ানার তাওরুর সোহনা বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

  • রিজওয়ানের ভূমিকা: অভিযোগ, রিজওয়ান এ দেশে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করত। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং মাদক পাচারেরও অভিযোগ রয়েছে।

  • হাওয়ালার প্রমাণ: গোয়েন্দারা রিজওয়ানের মোবাইল এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন। পাশাপাশি, হাওয়ালাদের মাধ্যমে রিজওয়ানকে টাকা পাঠাত আইএসআই, এমন প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা।

  • সহযোগীর মুক্তি: রিজওয়ানকে জেরা করে তাঁর আরেক সহকারী মুশারফ ওরফে পারভেজকেও আটক করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের পর পারভেজকে ছেড়ে দেওয়া হয়। গোয়েন্দারা জানিয়েছেন, পারভেজ ও রিজওয়ান দু’জনেই গুরুগ্রামে আইনজীবী ছিলেন। আইএসআই-এর সঙ্গে তাঁদের যোগাযোগ এবং তথ্য পাচারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও চারজনের গ্রেপ্তার

  • প্রথম গ্রেপ্তার: ২৬ নভেম্বর রিজওয়ানকে সঙ্গে নিয়ে পাঞ্জাবের জলন্ধর থেকে অজয় অরোরা নামে এক মিষ্টি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে NIA। ওই দিনই দু’জনকে আট দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়।

  • পরবর্তী গ্রেপ্তার: এর একদিন পরেই অমৃতসর থেকে সন্দীপ সিং, জশকরণ সিং এবং আমনদীপ সিং নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

যোগাযোগ খতিয়ে দেখছে NIA

প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাজস্থানের সিআইডি রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে প্রকাশ সিং ওরফে বাদল নামে একজনকে গ্রেপ্তার করেছিল। অভিযোগ, প্রকাশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখে সীমান্ত এলাকায় সেনাবাহিনীর গতিবিধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত। এনআইএ এখন খতিয়ে দেখছে, প্রকাশের সঙ্গে রিজওয়ান এবং অন্যান্য ধৃতদের কোনো যোগসূত্র রয়েছে কি না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy