পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর (ISI) কাছে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে রাজস্থানে গ্রেফতার হলেন এক যুবক। রাজস্থান পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রকাশ সিং ওরফে বাদল। পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা এই যুবক দীর্ঘদিন ধরে সীমান্তের আশেপাশে সেনাবাহিনীর গতিবিধির ওপর নজর রাখছিলেন এবং সেই সংবেদনশীল তথ্যগুলি পাকিস্তানে পাচার করছিলেন।
সোমবার রাজস্থান পুলিশের সিআইডি শাখা শ্রী গঙ্গানগরের সাধুওয়ালি মিলিটারি জোন থেকে প্রকাশকে আটক করে। নিরাপত্তা বাহিনীর সন্দেহ হয়, যখন তাকে সেনা শিবিরের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তল্লাশির পর তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়, যেখানে পাকিস্তানের একাধিক নম্বর এবং হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া যায়। চ্যাটগুলিতে সেনার গতিবিধি, সামরিক যানবাহনের ভিডিও ও ছবি আইএসআই হ্যান্ডলারদের কাছে পাঠানোর প্রমাণ মিলেছে।
রাজস্থান সিআইডি আইজি জানিয়েছেন, প্রকাশ নিয়মিত হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আইএসআই-এর হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন রাজস্থান, গুজরাট এবং পাঞ্জাব সীমান্তে সেনাবাহিনীর কার্যকলাপের বিস্তারিত তথ্যও তিনি পাকিস্তানে পাঠিয়েছিলেন। তিনি শুধু সেনার গোপন কার্যকলাপ নয়, সীমান্ত এলাকার রাস্তা, সেতু এবং চেকপোস্টের মতো নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত তথ্যও শেয়ার করতেন।
গত ২৭ নভেম্বর তাঁর সন্দেহজনক আচরণের সূত্র ধরে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং চ্যাট, ছবি ও ভিডিওর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ উঠে আসে। এরপর তাঁকে জয়পুরে নিয়ে গিয়ে জেরা করা হয় এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে প্রকাশ একা নন, পাঞ্জাব ও রাজস্থানের আরও কেউ যুক্ত আছে কি না। সাম্প্রতিক সময়ে আইএসআই-এর হয়ে তথ্য পাচারের অভিযোগে একাধিক গ্রেফতারি ইঙ্গিত দিচ্ছে যে সীমান্ত কেন্দ্রিক এই গুপ্তচর চক্র আবার সক্রিয় হচ্ছে।