সংগঠিত অপরাধ ও গ্যাংস্টার দমনে আবারও বড় সাফল্য পেল হরিয়ানা পুলিশ। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সাথে যুক্ত চারজন ভয়ানক শার্প শ্যুটারকে গ্রেফতার করেছে অম্বালা স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পুলিশের এই সময়োপযোগী তৎপরতায় একটি বড়সড় খুনের ছক বা বড় অপরাধমূলক ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।
অপারেশন জিটি রোড: গোপন সূত্রে খবর ছিল যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কিছু সদস্য জিটি রোডের উমরি এলাকার লে-বাইয়ে জড়ো হচ্ছে। অম্বালা এসটিএফ তড়িঘড়ি সেখানে অভিযান চালিয়ে আগে থেকেই ফাঁদ পাতে। পালানোর সুযোগ পাওয়ার আগেই চার দুষ্কৃতীকে ঘিরে ফেলে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে ৩টি দেশি পিস্তল এবং ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।
টার্গেট ছিল টোল প্লাজা ও ঝাড়খণ্ড: প্রাথমিক জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তদের মূল লক্ষ্য ছিল রেওয়াড়ি-নারনৌল হাইওয়ের একটি টোল প্লাজায় হামলা চালানো। এছাড়া ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতেও একটি বড় অপরাধ সংগঠনের পরিকল্পনা ছিল তাদের। মূলত চাঁদাবাজির উদ্দেশ্যে ভয় দেখাতে এবং এলাকা দখলে নিতেই তারা এই ছক কষেছিল।
জামিনে বেরিয়েই ফের অপরাধ: পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে কয়েকজন আগে থেকেই অপরাধ জগতের পুরনো খিলাড়ি এবং একাধিক মামলায় জেল খেটেছে। জামিনে মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই তারা লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে আবার সক্রিয় হয়ে ওঠে। ধৃতদের বিরুদ্ধে কুরুক্ষেত্রের থানেসর সদরে মামলা রুজু করা হয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যে গ্যাংস্টার কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।