Google AI ডেটা সেন্টার গড়তে ৮৮ হাজার কোটির বিনিয়োগ, ভারতে বাড়বে কর্মসংস্থান?

মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল এবার ভারতে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করতে চলেছে। রয়টার্স সূত্রে খবর, সংস্থার পক্ষ থেকে ১০ বিলিয়ন ইউএস ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ হাজার ৭০৫ কোটি টাকা) বিনিয়োগ করা হবে। এই বিশাল বিনিয়োগের লক্ষ্য হলো অন্ধ্রপ্রদেশে একটি অত্যাধুনিক AI ডেটা সেন্টার গড়ে তোলা।

অন্ধ্রপ্রদেশের এক মন্ত্রী এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, গুগল ভারতে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যার মাধ্যমে ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার তৈরি করা হবে। এই সংক্রান্ত চুক্তিটি মঙ্গলবারই হওয়ার কথা রয়েছে।

বিশাখাপত্তনমে হবে ১ গিগাওয়াট AI ডেটা সেন্টার
এই নতুন ডেটা সেন্টারটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গড়ে তোলা হবে। এটি হবে ১ গিগাওয়াটের ডেটা সেন্টার। এই ক্যাম্পাসে অত্যাধুনিক এআই প্রযুক্তি, লার্জ স্কেল এনার্জি সোর্স এবং অপটিকাল ফাইবারের সংযোগ ব্যবস্থা থাকবে।

বর্তমানে সমস্ত বড় প্রযুক্তি সংস্থাই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর উপর জোর দিচ্ছে। এই প্রতিযোগিতায় গুগল একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং নিজেদের এআই ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ ও বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। এই এআই ডেটা সেন্টারের মাধ্যমে গুগল উচ্চশক্তিসম্পন্ন সুপার কম্পিউটার এবং সার্ভারে তথ্য সরবরাহ করবে। শুধু তাই নয়, সংগৃহীত এই ডেটার মাধ্যমেই এআই মডেলগুলিকে প্রশিক্ষণ ও পরীক্ষা করা হবে।

সাম্প্রতিক অতীতে ভারতে কোনও বহুজাতিক সংস্থার এত বড় বিনিয়োগ নজিরবিহীন। গুগলের এই পদক্ষেপকে ভারতের প্রযুক্তিক্ষেত্রে এক ‘বিরাট পদক্ষেপ’ হিসাবে দেখা হচ্ছে। এই ইনভেস্টমেন্ট দেশে উল্লেখযোগ্য সংখ্যক কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে, বিশেষত এআই ক্ষেত্রে দক্ষ শ্রমিকদের জন্য বিরাট কাজের সুযোগ তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সেরা সংস্থাগুলির এই বিনিয়োগ ভারতের পরিকাঠামো এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy