আসন্ন দশেরা উৎসবের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর ঘোষণা করল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেট মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। একই সঙ্গে ডিয়ারনেস রিলিফ (DR) বা মহার্ঘ ত্রাণও ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এই বৃদ্ধির ফলে, চলতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মোট ভাতা ৫ শতাংশ বৃদ্ধি পেল।
কবে থেকে কার্যকর বর্ধিত ডিএ?
কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, এই বর্ধিত ডিএ ১ জুলাই মাস থেকে কার্যকর হবে। এই ঘোষণার ফলে প্রায় ৪৯.২ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৭ লক্ষ পেনশনভোগী, অর্থাৎ মোট প্রায় ১ কোটি ১৮ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন।
নতুন ডিএ হার: বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাঁদের বেসিক পে বা পেনশনের ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। ৩ শতাংশ বৃদ্ধির পর সেই হার বেড়ে হলো ৫৮ শতাংশ।
খরচ: সপ্তম সেন্ট্রাল পে কমিশনের প্রস্তাব অনুযায়ী এই ডিএ/ডিআর বৃদ্ধি করা হয়েছে। এর জন্য সরকারের বছরে অতিরিক্ত ১০ হাজার ৮৩.৯৬ কোটি টাকা খরচ হবে।
রাজ্য-কেন্দ্রের ডিএ ফারাক আরও বাড়লো
এর আগে চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধি করেছিল, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। সেই সময় রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের ডিএ-এর ফারাক ছিল ৩৭ শতাংশ। এদিন ৩ শতাংশ বৃদ্ধির ফলে সেই ফারাক আরও বেড়ে ৪০ শতাংশে পৌঁছাল।
ডিএ এবং ডিআর কী?
মহার্ঘ ভাতা (DA): সরকারি কর্মচারীদের মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবিলায় যে ভাতা দেওয়া হয়।
মহার্ঘ ত্রাণ (DR): পেনশনভোগীরা অনুরূপ যে ভাতা পান।
উভয় ভাতাই সাধারণত বছরে দু’বার (জানুয়ারি ও জুলাই মাসে) সংশোধিত হয়।
৫৭টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির অনুমোদন
ডিএ বৃদ্ধির ঘোষণার পাশাপাশি, কেন্দ্রীয় ক্যাবিনেট দেশজুড়ে ৫৭টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এর মধ্যে সাতটি বিদ্যালয়ের ব্যয়ভার বহন করবে স্বরাষ্ট্রমন্ত্রক, বাকিগুলির খরচ বহন করবে রাজ্য সরকার। বর্তমানে দেশে ১,২৮৮টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে।
এদিকে রাজ্যের সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে ডিএ দেওয়ার দাবিতে মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।